বিয়ের আগে নারীরা গুগলে যা সার্চ করেন
বিয়ের পরে যেকোনো মানুষের জীবনেই বড়সড় পরিবর্তন হঠাৎ করে চলে আসে। বিশেষত যেকোনো নারীর জীবন বিয়ের পরে আমূল পরিবর্তন হয়ে যায়। বিয়ে নিয়ে নারীদের মনে আলাদা করে ভয় বা আতঙ্ক জন্ম নেয়। এই সময়ে দেখলে অবাক হবেন বিয়ের আগে নারীরা গুগলে কী কী সার্চ করেন।
-
বিয়ের আগে নারীরা ছেলেদের তুলনায় অত্যন্ত বেশি উৎসাহিত হয়। গুগলে গিয়ে নানান ধরনের সার্চ করেন নারীরা। ছবি: সংগৃহীত
-
বিয়ের আগে নারীরা গুগলে সার্চ করেন পোশাক পরিচ্ছদ নিয়ে। একই সঙ্গে এটাও সার্চ করেন বিয়ের পরে এই পোশাক পরবেন কী করে? বিশেষত বিয়ের পরে নারীদের পোশাক পরিচ্ছদে বড় পরিবর্তন আসে। ছবি: সংগৃহীত
-
বিয়ের আগে নারীরা বিয়ের বিষয় নিয়ে রোমাঞ্চিত থাকেন। ভয়ও থেকে থাকে মনে মনে। এছাড়াও গুগলে সার্চ করেন বিয়ের সঠিক বয়স ঠিক কোনটি? ছবি: সংগৃহীত
-
কখনও কখনও এটিও সার্চ করেন যে বিয়ে করে এই মুহূর্তে কোনো হটকারী সিদ্ধান্ত নিচ্ছেন না তো? ছবি: সংগৃহীত
-
মনে ক্রমেই ভয় বাসা বাঁধে যে বিয়ে করার জন্য এই বয়স ছোট হয়ে যাচ্ছে না তো? একটি চিন্তা বেশ খানিকটা ভাবায় যে বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়ে ঠিক কেমন লাগবে। ছবি: সংগৃহীত
-
নারীরা যে বিয়ের পরে স্বামীকে কীভাবে খুশি করা যায়, শ্বশুরবাড়ির লোকেদের কীভাবে সেবা করা যায় এমন বিষয়ও গুগলে সার্চ করেন। ছবি: সংগৃহীত
-
এছাড়াও নারীরা বিয়ের আগে হবু শাশুড়ির বিষয়েও নানান পরীক্ষা নিরীক্ষা করেন। সার্চও করেন। ছবি: সংগৃহীত