বর্ষাকালে ঘুরতে গেলে যা করবেন
বৃষ্টির সময় ঘুরতে বা বেড়াতে যাওয়ার আগে ও পরে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। এ সময়ে লং ড্রাইভে যেমন প্রাকৃতিক দৃশ্য যেমন আমাদের চোখজুড়াবে, তেমনই পাশাপাশি থাকবে কাদার যন্ত্রণা। তবে তা থেকে মুক্তির পথও রয়েছে। জেনে নিন সে সম্পর্কে।
-
বাইরে ঘুরতে যাওয়ার আগে আবহাওয়ার খবর জেনে নিনতে হবে। সেদিনের আবহাওয়া কেমন হবে তা জেনে নিলে আগে থেকে প্রস্তুতি নিতে পারবেন। বিশেষ করে পাহাড়ি রাস্তা বর্ষাকালে ভয়ংকর আকার নেয়, তাই আপনাকে প্রস্তুতি নিতেই হবে। ছবি: সংগৃহীত
-
কিছু ফার্স্ট এইড সাপোর্ট রাখতেই হবে। বর্ষাকালে মশার সমস্যা থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া, স্কিন ডিসিস থেকে ভিন্ন শুরু করে বেশ কিছু রোগ হয়। সেগুলোর জন্য প্রস্তুতি নিতে হবে। ছবি: সংগৃহীত
-
স্ট্রিট ফুডে একেবারেই না। বর্ষাকালে স্ট্রিটফুড খেলে খুব সমস্যা হয়। ছবি: সংগৃহীত
-
ঠিকঠাক জুতা পরতে হবে। বর্ষাকালে চামড়ার জুতো একেবারেই পরা যাবে না। ছবি: সংগৃহীত
-
সুতির জামাকাপড়ের বদলে চেষ্টা করুন সিন্থেটিক জামাকাপড় পরতে। ছবি: সংগৃহীত