প্রেম নাকি মোহ বুঝবেন যেভাবে
কারো প্রতি মোহ তৈরি হওয়াকে কেউ এটিকে প্রেম বলেন থাকেন। আসলেই কী প্রেম এবং মোহ এক জিনিস? এবার জেনে নিন প্রেম এবং মোহ সম্পর্কে।
-
প্রেমে পড়া আর কারও প্রতি আকর্ষণ বোধ করার মধ্যে বেশ পার্থক্য রয়েছে। ছবি: সংগৃহীত
-
এক সমীক্ষা থেকে জানা গেছে, যদি কেউ সত্যিকার অর্থে প্রেমে পড়ে সেখানে তার কোনো বস্তুগত চাওয়া-পাওয়ার কিছু থাকে না। মোহর মাঝে অনেক কিছু চাওয়া-পাওয়ার ব্যাপার থাকে।ছবি: সংগৃহীত
-
সত্যিকারের প্রেমের মাঝে বাহ্যিক রূপ কোনো ব্যাপারই নয়। কারও উচ্চতা, চোখ, হাসি, কথা কাউকে আকর্ষিত করতে পারে, তবে তা শুধু আকর্ষণ। প্রেমে এসবের কোনো জায়গা নেই। ছবি: সংগৃহীত
-
যদি কেউ কারো প্রেমে পড়ে তার সামনে প্রেমে পড়া ব্যক্তির শান্ত থাকা খুব মুশকিল। প্রেমে পড়া ব্যক্তির মন আনচান করবে। অস্থির লাগবে। ছবি: সংগৃহীত
-
প্রেমে পড়ার পরে আত্মবিশ্বাস বেড়ে যায়। নিজের প্রতি ভালোবাসা বাড়ে। এটা নিছক আকর্ষণের ক্ষেত্রে হয় না। মোহ বা আকর্ষণ একটা সময় পরে চলে যায়। কিন্তু প্রেম বিষয়টা চিরস্থায়ী। এটা সময়ের সঙ্গে বদলানোর কথা নয়। ছবি: সংগৃহীত