ঘরোয়া উপায়ে দূর করুন জামা-কাপড়ের পুরোনো দাগ
আমাদের প্রায় প্রত্যেকেরই জামা-কাপড়ে বিভিন্ন ধরনের দাগ পড়ে। এই দাগ সাবান দিয়ে ধোয়ার পরেও দূর হতে চায় না। এবার জেনে নিন কলমের কালিসহ বিভিন্ন ধরনের দাগ দূর করার ঘরোয়া ও সহজ উপায়।
-
সাদা জামায় দাগ পড়লে তা দূর করা বেশ কঠিন ও সময়সাপেক্ষ। কলমের কালিই হোক বা টমেটো কেচাপের দাগ সাবানে দিয়ে ধোয়ার পরও কিছু চিহ্ন কাপড়ে থেকেই যায়। ছবি: সংগৃহীত
-
সাবানে কাজ না হলে চেষ্টা করতে পারেন কিছু ঘরোয়া পদ্ধতিতে। বেকিং সোডা ও পানির মিশ্রণ লাগিয়ে রাখুন দাগের উপর। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ছবি: সংগৃহীত
-
যদি খুব পুরোনো দাগ হয়, তাহলে কাচার আগে গরম পানিতে অন্তত ১০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর ১ চামচ বেকিং সোডা সরাসরি দাগের উপর দিন। ভালো করে কিছুক্ষণ ঘষার পর ঘণ্টাখানেকের জন্য জামা সরিয়ে রাখুন। তারপর সাধারণ পানিতে ধুয়ে নিন। ছবি: সংগৃহীত
-
তবে খুব সূক্ষ্ম নরম কাপড় হলে বেশি গরম পানি দেবেন না। পরিষ্কার করবেন হালকা গরম পানি দিয়ে। ছবি: সংগৃহীত
-
ভিনেগার ও পানির মিশ্রণ তৈরি করুন। দাগ লাগা অংশ ভিজিয়ে রাখুন ১০ মিনিট। এরপর দাগের অংশ ঘষে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ছবি: সংগৃহীত
-
ভিনেগারের সঙ্গে মেশাতে পারেন লবণ। লেগে থাকা দাগের উপর লবণ ছড়িয়ে দিন। এরপর ঘষে নিয়ে সাবান পানিতে ধুয়ে ফেলুন। ছবি: সংগৃহীত
-
দাগ তুলতে ব্যবহার করতে পারেন লেবুর রস। এতে দাগ যেমন পরিষ্কার হবে, জামায় থাকবে মিষ্টি একটা গন্ধ। ছবি: সংগৃহীত
-
কম্বল, টেবিল ম্যাট, তোয়ালের মতো মোটা কাপড়ে দাগ লাগলে সেখানে টুথপেস্ট লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। ছবি: সংগৃহীত
-
দাগ লেগে থাকা অংশে ব্রাশের সাহায্যে লাগান ডিমের হলুদ অংশ ও অ্যালকোহল। ৫ মিনিট রাখার পর ধুয়ে নিন। তারপর সাবান পানিতে ভালো করে কেচে পরিষ্কার করে নিন। ছবি: সংগৃহীত