সঙ্গীর বয়স বেশি হলেও মানিয়ে চলবেন যেভাবে
বলিউড, হলিউডসহ বিভিন্ন দেশের শোবিজ অঙ্গনের তারকারা অনেকেই বয়সের বেশি পার্থক্যের জীবনসঙ্গী বেছে নেন। যেমন কারো বয়সের পার্থক্য ১০ থেকে ১৫ বছরেরও বেশি। বয়সের পার্থক্য বেশি হলে মানসিক বোঝাপাড়ায় সমস্যা তৈরি হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, এরকম সম্পর্ক টিকিয়ে রাখার বিশেষ কিছু নিয়ম রয়েছে। যা ঠিকঠাক মেনে চললে প্রেম ও দাম্পত্য হবে সুখের।
-
শুধু তারকাদের মধ্যেই নয়। সঙ্গীর সঙ্গে বেশি বয়সের পার্থক্য দেখা যায় সাধারণ মানুষের মধ্যেও। অনেকে তো পছন্দই করেন সঙ্গী হবেন একটু বয়স্ক ও পরিণত। ছবি: সংগৃহীত
-
এই বিষয়টা বুঝে নেওয়া খুব জরুরি যে বয়স একটা সংখ্যা ছাড়া আর কিছুই নয়। তাই প্রেম করার সময় প্রথমেই ভুলে যেতে হবে বয়সের পার্থক্য। তবে হ্যাঁ, সঙ্গীর সঙ্গে সময় কাটানো বা কথা বলার সময় মাঝে মধ্যে এই পার্থক্যটা সামনে আনাও জরুরি। তবে তা যেন হয় নমনীয়ভাবে। ছবি: সংগৃহীত
-
আপনি যেভাবে পৃথিবীকে দেখছেন, আপনার বয়সে ছোট বা বড় সঙ্গী সেভাবে হয়তো দেখছেন না। তাই বিরক্ত না হয়ে, বরং ধৈর্যশীল হন। বরং সঙ্গীকে বোঝার একটু চেষ্টা করুন। সময় দিন। অনেক কিছু অর্থহীন মনে হলেও তার মতো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন। ছবি: সংগৃহীত
-
এই ধরণের সম্পর্কের পার্থক্যের ক্ষেত্রে যান বয়স বেশি তিনি অনেকসময় নিজের ইচ্ছে চাপিয়ে দেন অপেক্ষাকৃত কমবয়সী সঙ্গীর ওপর। এটা একেবারেই ঠিক নয়। আপনি বয়সে একটু বেশি বড় বলে সঙ্গীর উপর নিজের ইচ্ছে গুলো চাপিয়ে দেবেন না কখনই। উল্টে নিজেই সঙ্গীকে বুঝতে দিন আপনার পছন্দ ও অপছন্দ। ছবি: সংগৃহীত
-
একইভাবে উল্টো ক্ষেত্রেও সচেতন থাকতে হবে। অর্থাৎ বয়সে ছোট বলেই যে সব সময় আবদার করতে হবে নানারকম, তা কিন্তু নয়। কারণ, আপনারা প্রেমের সম্পর্কে রয়েছেন। কেউ কারও অভিভবাক নন। বন্ধুর মতো থাকাটাই বাঞ্ছনীয়। সঙ্গীর ওপর বেশি মাত্রায় নির্ভরশীল হলেও তার একটা সময় ভালো নাও লাগতে পারে। ছবি: সংগৃহীত
-
মূলত ভালোবাসা ও বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে যেকোনো সম্পর্ক। তাই এই বিষয়টা মনে রাখুন। বয়স বেশি মানেই সম্পর্কে আপনি নিয়ম করবেন তা কিন্তু একেবারেই নয়। এটা অবশ্যই দুজনেরই ভাবা উচিত। ছবি: সংগৃহীত