গরমে ঘর ঠান্ডা রাখার সহজ উপায়
প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে। ঘর ঠান্ডা করতে না পারলে রাতে ঘুমানো যায় না। অন্যদিকে দিনেও কাজে মন দেওয়া যায় না। এবার জেনে নিন সহজ উপায়ে ঘর ঠান্ডা করবেন যেভাবে।
-
পাতলা সুতি চাদর দিয়ে সহজে বাতাস চলাচল করতে পারে। আরামদায়ক ঘুমের জন্য গরমে অবশ্যই বিছানায় পাতলা সুতি চাদর ব্যবহার করুন। ছবি: সংগৃহীত
-
বিছানোর কিছুক্ষণ আগে বিছানার চাদরটি একটি প্লাস্টিক ব্যাগে ভরে কয়েক মিনিটের জন্য ফ্রিজ বা ফ্রিজারে রেখে দিন। চমৎকার ঠান্ডা অনুভূতি নিয়ে ঘুমতে চাইলে এই পদ্ধতি অনুসরণ করতেই পারেন। ছবি: সংগৃহীত
-
বাসায় হট ওয়াটার ব্যাগ থাকলে সেটাকে ভরে ফেলুন বরফঠান্ডা পানি দিয়ে, আর ঘুমোনোর সময় বিছানায় এটিকে ব্যবহার করুন ‘আইস প্যাক’ হিসেবে। ছবি: সংগৃহীত
-
টেবিল ফ্যানটিকে জানালার দিকে মুখ করে চালিয়ে দিন। এতে ঘরের গরম বাতাস সহজে বেরিয়ে যেতে পারবে, আর ঘরকে রাখবে ঠান্ডা। ছবি: সংগৃহীত
-
আরেকটি প্রাচীন পদ্ধতি হচ্ছে, একটি অগভীর পাত্র বরফে ভর্তি করে টেবিল ফ্যানের সামনে রাখুন। দেখুন মুহূর্তেই শীতলতায় ভরে যাবে আপনার চারপাশ। ছবি: সংগৃহীত