সন্তান প্রতিভাবান কি না বুঝবেন যেভাবে
শৈশবেই বোঝা যাবে আপনার সন্তান জিনিয়াস হবে কি না। জেনে নিন যেভাবে বুঝবেন আপনার সন্তান জিনিয়াস বা প্রতিভাবান হবে।
-
লেখাপড়ায় বেশ ভালো: কিছু শিশু থাকে একদম পড়াশোনা করতে চায় না। তাদের ধরে বেঁধে পড়ানো একটা বড় কাজ। কিন্তু কিছু বাচ্চা আবার আছে যারা পড়াশোনায় খুবই ভালো। এবং শুধু তাই নয় সে নিজে থেকেই পড়তে বসে। পড়াশোনা তো বটেই তার সঙ্গে অন্য বই পড়ায়ও আগ্রহ আছে। নিজে নিজে কিছু লিখতেও ভালোবাসে। এই বিষয়গুলো যাদের মধ্যে থাকবে সেই শিশুরা আসলে জিনিয়াস। ছবি: সংগৃহীত
-
নিজের সম্বন্ধে জ্ঞান: সাধারণত বাচ্চাদের মধ্যে স্বজ্ঞানতা কম থাকে। তারা কতটা কী জানে বা কী জানে না সে সম্বন্ধে জ্ঞান প্রায় থাকে না বললেই চলে। কিন্তু যে সমস্ত বাচ্চারা নিজেদের ব্যাপারে জানে, এবং তারা তাদের সেই জ্ঞানটাকে আরও বিভিন্ন মাধ্যম দ্বারা বাড়াতে চায় তারা বিশেষ শিশু। তারা অনেক বেশি প্রতিভা সম্পন্ন। ছবি: সংগৃহীত
-
প্রখর স্মৃতি: শিশুরা ভুলোমনা হয়। তারা একটা কাজ করতে করতে অন্যমনস্ক হয়ে অন্য কাজে চলে যায়। বেশিরভাগ বাচ্চাদের মধ্যেই এটি স্পষ্ট। কিন্তু যারা প্রায় সবকিছুই মনে রাখতে পারে, পড়াশোনা থেকে শুরু করে ছোটখাটো যে কোনো তথ্য, তারা অবশই অসামান্য। ছবি: সংগৃহীত
-
জানার ইচ্ছে: পৃথিবীতে সবসময়ই অনেক ঘটনা ঘটছে। অনেকেই তা এড়িয়ে চলে যায়। কিন্তু যেসব শিশুদের মধ্যে নতুন জিনিসের সম্বন্ধে জানার ইচ্ছে প্রবল, তাদের মধ্যে আছে কিছু বিশেষ ট্যালেন্ট। ছবি: সংগৃহীত
-
বোঝার ক্ষমতা: কোনো শিশুকে কিছু বোঝানোটা একটা কঠিন কাজ। হয় তারা বুঝতে চাইবে না বা জেদ করবে, অন্যমনস্ক হয়ে যাবে বা শুনবেই না। কিন্তু যে সমস্ত শিশু একটু আলাদা তারা যেকোনো বিষয় মন দিয়ে বোঝার চেষ্টা করবে। ছবি: সংগৃহীত