নতুন বছরে দাম্পত্য জীবন সুখী করতে যা করবেন
নতুন বছরে অনেকেই অনেক কিছু প্রত্যাশা করেন। তবে নতুন যারা বিয়ে করেছেন তাদের একান্ত চাওয়া হচ্ছে দাম্পত্য জীবন সুখের হোক। কিন্তু চাইলেই তো সব কিছু সম্ভব নয়। এজন্য কিছু কৌশল জেনে নিতে হবে। সেগুলো বাস্তব জীবনে প্রয়োগও করতে হবে। এবার জেনে নিন নতুন বছরে দাম্পত্য জীবন সুখী করার সহজ উপায় জেনে নিন।
-
দাম্পত্য জীবনে দুজনেই নিজেদের জীবনে এতটাই ব্যস্ত যে একে অন্যের জন্য সময় পাওয়া হয়ে উঠেছে কঠিন। আর সেই সুযোগে বাড়ছে দূরত্ব। নিত্য-নতুন অশান্তি দানা বাঁধছে প্রতি মুহূর্তে। যার জেরে আজকাল কারণ ছাড়া ঝগড়া করেন দুজন। সম্পর্কটা দিন দিন যে তিক্ত হয়ে যাচ্ছে তা বুঝতে পারছেন। অথচ চাইলেও ঠিক করতে পারছেন না। ছবি: সংগৃহীত
-
এবার নতুন বছরে সব ঠিক করে ফেলুন। পারিবারিক পরামর্শদাতাদের এই কয়েকটি পরামর্শ মানলেই হতে পারে ম্যাজিক। নতুন বছরে দুজনে রেজোলিউশন নিন দাম্পত্য জীবনের হারানো ঔজ্বল্য ফিরিয়ে আনবেন এই জাদুমন্ত্রে। ছবি: সংগৃহীত
-
দাম্পত্য জীবনে পার হয়েছে বেশ কয়েকবছর। দুই থেকে তিন হয়েছেন। বাচ্চার স্কুল, অফিস, সংসার সব নিয়ে দিন কাটে চরম ব্যস্ততায়। অন্যদিকে আপনার বরও ছুঁটে চলেছে কাজের পিছনে। ছবি: সংগৃহীত
-
কাজের চাপে দেরি করে বাড়ি ফেরা, রাতে বসে কাজ করা আবার মাঝে মধ্যেই অফিস ট্যুর- এই রকমভাবেই কাটছে দুজনে। এর মাঝে কোথাও গিয়ে সমস্যা তৈরি হচ্ছে আপনাদের দাম্পত্য জীবনে। ছবি: সংগৃহীত
-
প্রতিমাসে একটা দিন রাখুন শুধু দুজনের জন্য। এই দিন কারও সঙ্গে নয়, বরং নিজেরা সময় কাটাবেন। পুরনো দিনের মতো প্রেমে মজে উঠুন। বিশেষ না হলেও নিজেদের জন্য বিশেষ করে তুলুন সাদামাটা কোনো ছুটির দিনকেই। ছবি: সংগৃহীত
-
এই দিন ক্যান্ডেল লাইট ডিনারে যেতে পারেন, যেতে পারেন কোথাও ঘুরতে। তবে, শুধু দুজনে সময় কাটান। সারা মাসে একটা দিন বের করতেই পারেন। সম্ভব হলে, বাচ্চাকে কারো কাছে রেখে যান। দেখবেন ধীরে ধীরে সম্পর্ক মজবুত হবে। ছবি: সংগৃহীত
-
অহেতুক ঝগড়া বন্ধ করার প্রতিজ্ঞা করুন নতুন বছর থেকেই। নিজের মাথা ঠান্ডা করুন। কারণ ছাড়া ঝগড়া করবেন না। যতটা সম্ভব দুজনেই ঝগড়া এড়িয়ে চলুন। তবেই, সব ঠিক হবে। একে অন্যের ইচ্ছেকে গুরুত্ব দেওয়ার অঙ্গীকার নিন। ছবি: সংগৃহীত
-
সবসময় সব ক্ষেত্রে একজনের ইচ্ছে খাটলে ঝামেলা হবেই। তাই দুজনের ইচ্ছে গুরুত্ব পাক সব সময়। এবার থেকে কখনোই একা কোনো সিদ্ধান্ত নেবেন না। দুজনে মিলে সব সিদ্ধান্ত নিন। তবেই দেখবেন সব ঠিক হয়ে যাবে। ছবি: সংগৃহীত
-
এই বছরে পা দেওয়ার আগেই ইতিবাচক মনাসিকতা রাখার রেজোলিউশন নিন। সব জিনিসের মধ্যে নেগেটিভ কিছু খোঁজা অনেকেরই স্বভাব থাকে। এর খারাপ প্রভাব পড়ে সম্পর্কে। আর নিজেদের কথা নিজেদের মধ্যে রাখুন। সামান্য একটু ঝগড়া হলো। ছবি: সংগৃহীত
-
কিন্তু তা মেটাতে অন্য কারো সাহায্য নিলেন এমন করবেন না। সব সমস্যা দুজনে মিলে মিটিয়ে নিন। দেখবেন সব ঠিক হবে আপন নিয়মেই। বিশেষজ্ঞররা পরামর্শ দিচ্ছেন সময়ের ওপর ভরসা রেখে কথা বলে সম্পর্কের শীতলতা দূর করার। ছবি: সংগৃহীত