বিয়ের আগে যেসব বিষয় মনে রাখবেন
বিয়ে প্রত্যেকটি মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিয়ের পরে শুরু হয় সম্পূর্ণ নতুন এক জীবন। তাই এবার জেনে নিন বিয়ের আগে যেসব বিষয় খেয়াল রাখতে হবে। তাহলে জীবন অনেক সুন্দর হবে।
-
বিয়ের পর ছেলে এবং মেয়ে, দুজনের জীবনই কমবেশি পাল্টে যায়। জীবনে নতুন একজন আসেন, যার সঙ্গে শেয়ার করে নিতে হয় সবকিছুই। ছবি: সংগৃহীত
-
বিয়ের পর নতুন বাড়িতে গিয়ে থাকতে হয় একজন মেয়েকে। থিতু হতে হয় নতুন পরিবেশে। সেটা নিঃসন্দেহে কঠিন। কিন্তু তাই বলে ভয় পাওয়ার কিছু নেই। সম্পর্কে আত্মবিশ্বাস বজায় রাখুন। কোনো সমস্যা হলে বলুন জীবনসঙ্গীকে। সমস্যা নিয়ে আলোচনা করুন। ছবি: সংগৃহীত
-
যে কোনো পরিস্থিতিতে নিজের দৃষ্টিভঙ্গি ইতিবাচক রাখুন। ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনার আত্মবিশ্বাস আরও মজবুত করবে। কঠিন পরিস্থিতিতেও আপনি সহজে সিদ্ধান্ত নিতে পারবেন। ছবি: সংগৃহীত
-
প্রয়োজন না পড়লে মোবাইল ফোনের ব্যবহার কমিয়ে দিন। সময় দিন জীবনসঙ্গীকে। প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হলেও বিয়ের পর জীবনসঙ্গীর জন্য বিশেষ সময় বরাদ্দ রাখুন। ছবি: সংগৃহীত
-
সম্বন্ধ করে বিয়ে হলে দুজনকে জানা ও চেনার পর্ব অনেকটাই বাকি থাকে। সেক্ষেত্রে বিয়ের পরবর্তী সময় খুব স্পর্শকাতর। চেষ্টা করবেন নিজের সম্বন্ধে কোনো তথ্য গোপন না করতে। মিথ্যেভাষণ এড়িয়ে যাবেন। এতে আপনার মধ্যে বন্ধন মজবুত হবে। ছবি: সংগৃহীত
-
ভিন্ন পরিবেশ থেকে আসা দুজন মানুষের একসঙ্গে কোনো সমস্যা ছাড়া থাকা সব সময় সম্ভব হয় না। তবে এর মাঝেও চেষ্টা করুন জীবনসঙ্গীকে স্বাচ্ছন্দ্যে রাখার। আপনার এই আচরণে দুজনের মধ্যে সম্পর্কের বন্ধন মজবুত হবে। ছবি: সংগৃহীত