যেসব গুণ থাকলে তর্কে জিতবেন
আমরা সব কিছুতেই জিততে চাই। সেটা যদি তর্ক হয়, তা হলে তো কোনো কথাই নেই। তবে তর্কে জিততে হলে বেশ কিছু গুণ থাকতে হবে। এবার জেনে নিন যেসব গুণ থাকলে আপনি তর্কে জিতবেন।
-
যার সাথে তর্ক করছেন তাকে বিভিন্নভাবে নিশ্চিত করুন যে আপনার তথ্য সঠিক। যুক্তি এবং প্রমাণের সমর্থন ছাড়া কারো সাথে তর্কে যাবেন না। ছবি: সংগৃহীত
-
তর্কের সময় আপনাকে অবশ্যই এমন একজন হতে হবে যিনি আলোচনা নিয়ন্ত্রণ করতে পারেন। যে বিষয়ে তর্ক শুরু করেছেন প্রতিপক্ষকে সেই বিষয়ে অনুমানমূলক প্রশ্ন জিজ্ঞাসা করুন। ছবি: সংগৃহীত
-
তর্কে জিততে হলে আপনাকে প্রখর স্মৃতিশক্তি সম্পন্ন হতে হবে। তর্কের প্রয়োজনে সব কিছু মনে রেখে প্রয়োজনে উপস্থাপন করতে হবে। ছবি: সংগৃহীত
-
তর্কের সময় পরিস্থিতি যেমনই হোক না কেন, আপনাকে একজন ভালো শ্রোতা হওয়া গুরুত্বপূর্ণ। যার সাথে তর্ক করছেন প্রথমে তার কথা মন দিয়ে শুনুন। পরে জবাব দিন। ছবি: সংগৃহীত
-
তর্ক করার সময়ে আত্মবিশ্বাসী থাকতে হবে। শান্ত থেকে এবং ঠান্ডা মাথায় আত্মবিশ্বাসের কথা বলুন। ছবি: সংগৃহীত