অফিসে বসের সামনে ভুলেও যেসব কথা বলা যাবে না
অফিস হচ্ছে সব সময় পেশাদারিত্বের সাথে কাজের জায়গা। সেখানে অনেক বুঝে-শুনে পা ফেলতে হয়। এখানে বসের মন জুগিয়ে চলতে হয়। না হলে প্রমোশনসহ অনেক কিছুতেই বিপত্তি ঘটে। তাই জেনে নিন অফিসে বসের সামনে ভুলেও যেসব কথা বলবেন না।
-
প্রচলিত একটা কথা আছে, বস ইজ অলওয়েজ রাইট। তাই বস যাতে সব সময় খুশি থাকেন সেদিকে নজর দিতে হবে। ছবি: সংগৃহীত
-
বস যদি কোনো প্রশ্ন করেন তাহলে অযথা ঘুরিয়ে-পেঁচিয়ে উত্তর দেয়া যাবে না। সোজা কথার সোজা উত্তর দিতে হবে। বসেরা আসলে সোজাসাপটা মানুষ পছন্দ করেন। যদি বস জানতে চান যে কেন বারবার তার ঘরে আসছেন, তাহলে সেটা সোজাসুজি বলতে হবে। ছবি: সংগৃহীত
-
আমার দোষ-এইটা বললেই বস বুঝতে পারবেন যে যা হয়েছে সেটা আপনার গাফিলতির জন্যই হয়েছে। আর এইভাবে ক্যাজুয়ালি বললে বস এটাও ধরে নেবেন যে খুব দায়সারাভাবে বিষয়টা দেখা হচ্ছে। ছবি: সংগৃহীত
-
এটা ঠিক হচ্ছে না, হতে পারে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা ঠিক হচ্ছে না, কিন্তু যখন-তখন এটা বললে সবাই ভুরু কুঁচকাবেন। যদি কোনো বিষয়ে আপত্তি থাকে তাহলে সেটা অন্যভাবে বলার চেষ্টা করতে হবে। ছবি: সংগৃহীত
-
এটা আমার কাজ নয়-এমনটা বলা যাবে না। সবাই মিলে একটা টিমে কাজ করলে সব কাজেই হাত লাগানো উচিত। জানা নেই- এমন কোনো কাজ ছাড়া সব কাজই করার চেষ্টা করতে হবে। ছবি: সংগৃহীত
-
আমি এই পরিস্থিতিতে কাজ করতে পারব না- এইটা বলা মাত্র ধরে নেয়া উচিত যে অফিসে বিদায় ঘণ্টা বেজে গেল। যদি কোনো পরিস্থিতি অস্বস্তির হয় বা কোনো সহকর্মীর সঙ্গে যদি সমস্যা হয় তাহলে সেটা বসের সঙ্গে কথা বলে মিটিয়ে নিতে হবে। ছবি: সংগৃহীত
-
আমি চেষ্টা করব-এই জাতীয় বাক্যে একটা ব্যর্থতার ভয় থাকে। চেষ্টা করা মানে সেটা সফল না-ও হতে পারে। এই কথাটাই অন্যভাবে তাই বলতে হবে যাতে বস নিশ্চিন্ত হন কাজ দিয়ে। ছবি: সংগৃহীত