পারফিউম ব্যবহারের কয়েকটি সেরা পদ্ধতি
পারফিউম পছন্দ করেন না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না। তবে অনেকেই এর সঠিক ব্যবহার জানেন না। ফলে বেশি সময় পারফিউমের সুগন্ধ ধরে রাখতে পারে না। জেনে নিন পারফিউম ব্যবহারের কয়েকটি সেরা পদ্ধতি।
-
গোসল করে বের হওয়ার ঠিক পরেই পারফিউম লাগিয়ে নিন। গোসল করে বের হওয়ার পর পরই পারফিউম লাগালে ত্বক পারফিউম ধরে রাখতে পারে। গোসলের পরে যে কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়ে তারপরও পারফিউম স্প্রে করতে পারে। ছবি: সংগৃহীত
-
বাড়িতে থাকার সময় একটু যদি গায়ে পারফিউম ছড়িয়ে নেন তাহলে গোটা ঘরে সুগন্ধ ছড়িয়ে থাকবে। পরিবারের সদস্যদের তো বটেই আপনারও মন ভালো থাকবে। পারফিউমের বোতল ঝাঁকাবেন না। ঝাঁকালে পারফিউমের বোতলে হাওয়া ঢুকে গন্ধ ফিকে হয়ে যেতে পারে। ছবি: সংগৃহীত
-
কথায় আছে ‘ঘ্রাণে অর্ধ ভোজন’ ভালো গন্ধে নিমেষে মন ভালো হয়ে যায়। তাই এটি খুবই কার্যকর। তবে পারফিউম রাখতেও হবে যত্ন করে, খুব চড়া আলো আসে বা গরম থাকে এমন জায়গায় পারফিউমের বোতল রাখবেন না। ঠান্ডা, অন্ধকার জায়গাই পারফিউমের জন্য সবচেয়ে ভালো বলে উপদেশ বিশেষজ্ঞদের। ছবি: সংগৃহীত
-
পালস পয়েন্ট ছাড়াও শরীরের অন্য কিছু অংশে স্প্রে করলেও পারফিউম টেকে বেশি। কানের পিছনে, পেটে, হাঁটুর পিছনে, এমনকি গোড়ালিতেও পারফিউম লাগানো যায়। আসলে অনেকেই শুধু শরীরের উপরের দিকে পারফিউম লাগান। কিন্তু শরীরের নিচের দিকের অংশে সুগন্ধি স্প্রে করলে স্থায়িত্ব অনেক বেশি হয় কারণ নিচের পালস পয়েন্টগুলো থেকে গন্ধটা ধীরে ধীরে উপরদিকে উঠে আসে। ছবি: সংগৃহীত
-
পারফিউম বাছুন বুদ্ধি করে। কেনার সময় তিনাটট নোট আলাদাভাবে দেখে নিন। আপনার যদি হালকা ফ্লোরাল বা ফ্রুটি সুগন্ধ পছন্দ হয়, তা হলে ভারী বেস নোটের পারফিউম প্রথমে লাগিয়ে তার উপর হালকা সুগন্ধ লাগাতে পারেন। ছবি: সংগৃহীত