বর্ষাকালে কাপড়ের স্যাঁতস্যাঁতে গন্ধ দূর করার সহজ উপায়
বর্ষাকালে জামা-কাপড় ধুয়ে দিলে শুকাতে বেশ সময় লাগে। ফলে অনেক সময় জামা-কাপড় দিয়ে স্যাঁতস্যাতে গন্ধ বের হয়। জেনে নিন বর্ষাকালে কাপড়ের স্যাঁতস্যাঁতে গন্ধ দূর করার সহজ উপায়।
-
রোদ না পাওয়ায় অনেক সময় দাগ পড়তে শুরু করে ওয়ার্ড্রোবে রাখা পোশাকেও। এর কারণ হচ্ছে জীবাণু ও ছত্রাক। রোদে জামা-কাপড় শুকালে সূর্যের তাপে এই জীবাণু মারা যায়। কিন্তু বর্ষায় প্রতিদিন রোদ পাওয়া সম্ভব নয়। ছবি: সংগৃহীত
-
জীবাণু ও ছত্রাক থেকে নিজের পছন্দের পোশাক বাঁচাতে নজর দিন কাপড় কাচার পদ্ধতির উপর। কাচার আগে কাপড়ের কোনো অংশে কাদা লেগে থাকলে সেই অংশটি ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। কাপড় যদি ঘামে ভেজা থাকে তাহলে সেটিকে আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। ডিটারজেন্ট দিয়ে কাপড় কাচার পর, শেষবার কাপড় ধোয়ার সময় পানিতে কোনো জীবাণুনাশক লোশন মেশান। ছবি: সংগৃহীত
-
কাপড় কাচার সময় ডিটারজেন্টের সঙ্গে একটু ভিনিগার বা বেকিং সোডা মিসিয়ে দিন। চেষ্টা করুন এমন ডিটারজেন্ট ব্যবহার করতে যাতে লেবু বা গোপালের সুবাস রয়েছে। ছবি: সংগৃহীত
-
ঘরের মধ্যে যখন কাপড় শুকাবেন, চেষ্টা করবেন কাপড় ফ্যানের পাখার নিচে দিতে। আর সেই ঘরের জানলা-দরজা যতটা সম্ভব খোলা রাখার চেষ্টা করুন। এতে ঘরে দুর্গন্ধ ছড়াবে না আর কাপড় দ্রুত শুকিয়ে যাবে। শোবার ঘরে কাপড় শুকাতে দেবেন না। এতে শারীরিক সমস্যা হতে পারে। ভিজে কাপড়ের আর্দ্রতা থেকে হতে পারে সর্দি-কাশি। ছবি: সংগৃহীত
-
কাপড়ে স্যাঁতস্যাঁতে দুর্গন্ধ হলে সেই কাপড় পরবেন না। সুগন্ধি দিয়ে কাপড়ের দুর্গন্ধ দূর হলেও জামা কাপড়ের জীবাণু থেকেই যায়। যার ফলে স্কিন ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। ছবি: সংগৃহীত
-
জামা-কাপড় শুকিয়ে গেলে ইস্ত্রিরি করে নিন। এতে জীবাণু মরবে আর কাপড়ও মসৃণ হবে। ছবি: সংগৃহীত
-
আলমারিতে এক টানা অনেকদিন কাপড় পড়ে থাকলে ছত্রাক পড়তে পারে। তাই মাঝে মধ্যে আলমারি বা ওয়ার্ড্রোবের কাপড় নাড়া-চাড়া করে নিন। পারলে আলমারি বা ওয়ার্ড্রোবের দরজা কিছুক্ষণ খুলে রেখে দিন। ছবি: সংগৃহীত
-
জামা-কাপড় রাখার আলমারি, ওয়ার্ড্রোব ও আলনার প্রতি তাকে ন্যাপথলিন অবশ্যই রাখুন। ছবি: সংগৃহীত