ভালোবাসা দিবসে হাতে বানানো এই উপহারে চমকে দিন
প্রিয়জনদের উপহার দিয়ে চমকে দিতে চায় সবাই। এবারের ভালোবাসা দিবসে এমনই কিছু হাতে বানানো উপহার দিয়ে ভালোবাসার মানুষকে চমকে দিন। প্রিয়জনের মন জয় করুন।
-
১৪ ফেব্রুয়ারি সবার প্রতীক্ষিত ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস। এই দিনে সবারই কম-বেশি পরিকল্পনা থাকে। কারো সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটানোর পরিকল্পনা থাকে, কারো আবার ঘুরতে যাওয়ার! এই সবের মাঝেই সঙ্গীকে উপহার দিয়ে সারপ্রাইজ দেয়ার, খুশি করার পরিকল্পনাও থাকে। ছবি: সংগৃহীত
-
এই উপহারের কথা এলেই সব সময়ে যেটা সবার আগের সারিতে থাকে, তা হল হাতে বানানো কোনো জিনিস। নিজের হাতে বানানো যে কোনো কিছু সব সময়ে স্পেশাল হয়। কারণ তাতে সংশ্লিষ্ট ব্যক্তির হাতের ছোঁয়া থাকে। কিন্তু কী বানিয়ে সঙ্গীকে খুশি করবেন, তা নিয়ে অনেকেরই বিভ্রান্তি থাকে। জেনে নিন এমন কয়েকটি জিনিসের তালিকা। যা সহজেই বাড়িতে বানিয়ে সঙ্গীকে উপহার হিসেবে দিতে পারবেন বা দোকান থেকে কেনা উপহারের সঙ্গে মিলিয়ে দিতে পারবেন। ছবি: সংগৃহীত
-
ওরিগ্যামি হার্ট ফ্লাওয়ার বোকে: ওরিগ্যামি এমন একটা জিনিস যা কখনো পুরোনো হয় না। এই ওরিগ্যামি দিয়েই বোকে বানিয়ে সঙ্গীকে উপহার দেয়া যেতে পারে। হার্ট শেপের ফুল বানিয়ে তাকে বোকের আকার দিয়ে উপহার দেয়া যায়। ছবি: সংগৃহীত
-
পপ-আপ কার্ড: অনেকেই এই দিনে সঙ্গীকে কার্ড উপহার হিসেবে দিয়ে থাকেন। কার্ড যদি হাতে বানিয়ে দেন, তাহলে মন্দ হয় না। এক্ষেত্রে পপ-আপ কার্ড দেয়া যেতে পারে। যে কোনো কার্ডে থ্রি-ডি এফেক্ট দিলেই হয়ে যায়। ছবি: সংগৃহীত
-
নাম খোদাই করা মোমবাতি: গাছে নাম খোদাই করা বা চাবির রিংয়ে, অনেক দিন ধরেই হয়ে আসছে। কিন্তু মোমবাতিতে এই ধরনের কাজ খুবই নতুন। কোনো মোটা মোমবাতিতে নামের অক্ষর খোদাই করে উপহার হিসেবে দিলে, তা অনেকটাই স্পেশাল হয়। এবং এই ধরনের জিনিস অনেক দিন রাখাও যায়। ছবি: সংগৃহীত
-
হার্ট গেম বক্স: টিক-ট্যাক-টো যদি পছন্দ করেন সঙ্গী, তাহলে এই ধরনের জিনিস দেয়া যেতে পারে। এক্ষেত্রে হার্ট শেপের বক্স বানিয়ে তাতে এই টিক-ট্যাক-টো বসানো যেতে পারে। ছবি: সংগৃহীত
-
কাপকেক বোকে: যদি সঙ্গী মিষ্টি পছন্দ করেন, তাহলে কাপ কেক দেয়া যেতে পারে। খুব সাধারণ কাপ কেক না দিয়ে একটু সাজিয়ে, তা বোকে বানিয়ে দেয়া যেতে পারে। এতে সঙ্গী সারপ্রাইজডও হবেন, আবার তার ভালোও লাগবে। ছবি: সংগৃহীত
-
এইসব জিনিসই বানাতে খুব অল্প সময় লাগবে এবং বানাতে এমন কিছুর প্রয়োজন পড়বে না যা হাতের কাছে নেই! ছবি: সংগৃহীত