যেভাবে মেহেদির রঙ গাঢ় করবেন
মেহেদি রঙে যারা সাজতে চান, মেহেদির রঙ গাঢ় করতে চান, তারা জেনে নিন মেহেদির রঙ গাঢ় করার উপায়।
-
মেহেদির আগে বা পড়ে কী করলে রং খুব ভালো হবে- এ নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। প্রথমেই মনে রাখতে হবে অনুষ্ঠানের আগে হাতে অন্তত ২-৩ দিন সময় রেখে মেহেন্দি পরুন। কারণ মেহেদিতে রং ধরতে একটু সময় নেয়।
-
পেডিকিওর, ম্যানিকিওর, ওয়াক্সিং করার থাকলে তা মেহেদি পরার আগেই করে নিতে হবে। মেহেদি পরার আগে খুব ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে। তারপর লাগাতে হবে ইউক্যালিপটাস অয়েল।
-
এবার মেহেদি পরুন। তারপর মেহেদি পুরোপুরি শুকিয়ে যেতে দিন। বেøা-ড্রায়ার ব্যবহার করবেন না। হাত বেশে নাড়াচাড়াও করা উচিত নয়। তবে গ্যাস ওভেনে হাত সেঁকতে পারেন।
-
যতক্ষণ সম্ভব মেহেদি হাতে রাখুন। ভালো হয় রাতে মেহেদি পরে সকাল পর্যন্ত রেখে দিতে পারলে। দরকাল হলে হাতে প্লাস্টিক বেঁধে শুয়ে পড়ুন। এতে বিছানা নোংরা হবে না।
-
সকালে উঠে লেবু আর চিনি জল দিন মেহেদির উপর। আরো একবার শুকিয়ে যেতে দিন। সম্পূর্ণভাবে শুকিয়ে গেলে দুহাত আস্তে আস্তে ঘষে তুলে ফেলুন।
-
মেহেদি তুলে ফেলার পর একটু ভিক্স মেখে নিন হাতে। চেষ্টা করুন জল থেকে যতটা সম্ভব হাত দুটো বাঁচিয়ে রাখতে।