সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে
এখন ছোট-খাটো কারণেই সম্পর্ক ভেঙে যাচ্ছে। একটি সম্পর্ক তৈরি হতে দীর্ঘদিন সময় লাগলেও ভেঙে যেতে এক মুহূর্তই যথেষ্ট। তাই জেনে নিন সম্পর্ক দীর্ঘদিন টিকেয়ে রাখার উপায়।
-
নিজে ভালো তো জগত ভালো- এই প্রবাদ কথাটি মেনে নিয়ে সম্পর্ক তৈরি করতে হয়। মাঝেমধ্যে সঙ্গীর একটু প্রশংসা করতে দোষ কোথায়? তার মানে অবশ্য এই নয় যে আপনাদের দু'জনকে ভীষণ গুণী হতে হবে। নাচ, গান, বেহালা বাজানো বা ছবি আঁকা- এ সব না জানলেও চলবে। ছোট্ট ছোট্ট আনন্দ, ছোট্ট ছোট্ট চাওয়া-পাওয়াও অনেক সময় ক্ষতে প্রলেপ লাগিয়ে দেয়।
-
সম্পর্ক মানেই ঘনিষ্ঠতা। কিন্তু সেখানে যদি আপনি শুধু শরীরের স্থান দেন তা হলে যে সম্পর্ক বেশিদিনটেকে না। ঘনিষ্ঠতার প্রকৃত অর্থ হল আপনারা পরস্পরের কতটা মনের কাছে আছেন। কাছে না থেকেও বা পাশে না থেকেও যে একসঙ্গে থাকা যায়, সেটাই কিন্তু সম্পর্কের বুনিয়াদ আরও মজবুত করে।
-
আপনার সঙ্গী যদি আপনাকে তার সম্পর্কে বেশি জানাতে না চায়, তাঁকে আপনিও বেশি জানতে যাবেন না। তাহলে সম্পর্ক বেশি দিন টিকবে।
-
‘ও কম কাজ করে, আমি বেশি করি’-এমন কথা বলে খামোখা অশান্তি ডেকে আনবেন না। তারচেয়ে কাজ ভাগ করে নিন। আর টুকটাক কাজ একসঙ্গে করুন।
-
মনের কথা মনে চেপে গুমরে মরবেন না। চুপ থাকাটা কোনো সমাধান নয়। বরং মনের মধ্যে জমে থাকা কালো মেঘ সরিয়ে দিন আর মুখোমুখি কথা বলুন। দেখবেন ঝলমলে রোদ উঠেছে আপনাদের সম্পর্কে।