চা কফির দাগ তোলার সহজ উপায়
চা কফি পান করার সময় অনেকেরই জামা-কাপড়ে দাগ পড়ে যায়। অনেকেই এই দাগ উঠনোর জন্য চেষ্টা করেন। কিন্তু উঠাতে পারেন না। এবার জেনে নিন জামা-কাপড়ে পড়া চা কফির দাগ উঠানোর সহজ পদ্ধতিগুলো।
-
টুথপেস্ট: কাপড়ে লাগা চা, কফির দাগ দূর করার ক্ষেত্রে টুথপেস্ট খুবই কার্যকর। চায়ের দাগের ওপর সামান্য পরিমাণে টুথপেস্ট লাগিয়ে মিনিট পনেরো রাখুন। তারপর ভালো করে ধুয়ে ফেলুন। কিছুক্ষণের মধ্যেই ওই দাগ উঠে যাবে।
-
ডিমের সাদা অংশ: কাপড়ে লাগা চা, কফির দাগ ওঠাতে ডিমের সাদা অংশও কাজে লাগাতে পারেন। আধা-সিদ্ধ ডিমের সাদা অংশ ফেটে নিয়ে সেটি দাগের ওপর লাগিয়ে আলতো করে ঘষুন। মিনিট দুয়েক অপেক্ষা করে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। দেখবেন দাগ উঠে গিয়েছে।
-
বেকিং সোডা: জামা-কাপড়ে লাগা চা, কফির দাগের ওপর ১ চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে ঘষুন। এবার কিছুক্ষণ রেখে দিন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন দাগ উঠে গিয়েছে।
-
ভিনিগার: জামা-কাপড়ে লাগা চা, কফির দাগ দূর করার আরেকটি কার্যকরী পদ্ধতি হল ভিনিগারের ব্যবহার। কয়েক কাপ জলে ১ চামচ ভিনিগার মিশিয়ে দাগের জায়গায় স্প্রে করে বা ছিটিয়ে হালকা করে ঘষুন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই দাগ উঠে গিয়েছে।
-
গরম পানি: সূতির জামা-কাপড়ে লাগা কফি বা চায়ের দাগ তুলতে দাগের ওপর গরম পানি ঢালুন। এবার দাগের জায়গাটা ভালো করে ঘষুন। কিছুক্ষণের মধ্যেই ওই দাগ উঠে যাবে।