ভালোবাসা দিবসে যেসব উপহার দিলে সম্পর্ক ভেঙে যাবে
মনের মানুষকে ভালোবাসা দিবসে খুশি করতে সবাই কোনো না কোনো উপহার দিতে চান। কারণ প্রিয়জনের কাছে এই দিনটা স্মরণীয় করে রাখতে হবে। তবে কিছু উপহার আছে ভুলেও প্রিয়জনকে উপহার দেবেন না, তাহলে সম্পর্ক চিরতরে ভেঙে যাবে।
-
মনে করুন বিশেষ মানুষটিকে দারুণ একটা চকোলেটের বাক্স দিলেন, কিন্তু তাতে কোনো চকোলেট নেই। এ ভুল কিন্তু একেবারেই মেনে নেবেন না আপনার প্রিয়জন। এতে সম্পর্কের ইতি ঘটে যাবে।
-
ভেবেছিলেন চমক দিতে ফুল পাঠাবেন। কিন্তু দেরিতে পোস্ট করায় সে ফুল ঠিক সময়ে পৌঁছল না বা মাঝপথে চুরি হয়ে গেল। এতে করে সম্পর্ক ভেঙে যেতে পারে। তাই কুরিয়ার বা ডাকযোগে ফুল না পাঠানোই ভালো।
-
অনেকে কুকুর ছানা উপহার পেতে ভালোবাসেন। তবে সাধারণত কুকুর ছানা পোষা অনেকটা দায়িত্বের কাজ, সম্পর্কের গোড়ার দিকে এ জাতীয় উপহার এড়িয়ে চলুন।
-
বন্ধুরা সবাই মিলে ভালোবাসা দিবসের কোনো একটা পরিকল্পনা করছেন, তারপর বিশেষ মানুষটিকে সেই কথা জানালেন, ভুলেও এমনটা করবেন না। এই একটা দিন শুধু দু’জনের জন্যই রাখলে ভালো। বিপরীতের মানুষটি অভিমানী হলে কিন্তু সবাইকে নিয়ে কোনো পরিকল্পনা না করে, দু’জনে মিলে সময় কাটানোই শ্রেয়।
-
প্রিয়জনের সঙ্গে আলাপ না করে কোথাও দীর্ঘ ভ্রমণে ঘুরতে যাওয়ার পরিকল্পনা না করাই ভালো। কারণ যদি যে চাররিজীবী হয়ে থাকে তবে তার হাতে ছুটি নাও থাকতে পারে। আর এতে করে ঘটতে পারে সম্পর্কের অবনতি।
-
পছন্দের মানুষটির রুচিবোধ সম্পর্কে না জেনে কোনো রকম গয়না বা জাঙ্ক জুয়েলারি না কেনাই ভালো।
-
আমেরিকায় অনেকেই নাকি প্রেমিক প্রেমিকাকে রাগিয়ে দিতে টয়লেট সিট উপহার দেন। আপনি কিন্তু এটা ভুলেও করবেন না। তাহলে অবধারিত বিচ্ছেদ।
-
প্রেমিকা বা প্রেমিকের দারুণ জুতোর শখ। তবে ভুলেও ভালোবাসা দিবসে জুতো উপহার দেবেন না। কারণ বিশেষ দিবসে উপহার হিসেবে জুতো দিলে অনেকেই রেগে যান।
-
ভালোবাসা দিবসে প্রিয়জনকে টাই উপহার না দেয়াই ভালো। উপহার হিসেবে এটা অনেকেরই পছন্দ নয়।
-
আমেরিকায় একবার একজন বান্ধবীকে ‘ফিউনারেল বক্স’ উপহার দিয়েছিলেন। যাতে মৃত্যুর পর সমাধিটা কতটা সুন্দর হবে, তা তিনি দেখে যেতে পারেন, আসলে প্রেমিকাকে আমৃত্যু ভালোবাসবেন এমনটাই বলতে চেয়েছিলেন। কিন্তু ফল হয়েছিল উল্টো। কোনোদিন আর প্রেমিকের দিকে ফিরেও তাকাননি সেই তরুণী। তাই এ ধরনের উপহার ভালোবাসা দিবসের তালিকায় না রাখাই ভালো।