সপ্তাহের শুরুতেই সব টাকা শেষ হলে পুরো মাস চালাবেন যেভাবে
মাসের প্রথম সপ্তাহেই মাসিক খরচের বিল দিয়ে, পার্টি করে টাকা শেষ করে ফেলেন অনেকেই। পুরো মাস কীভাবে চলবে, তা নিয়ে কপালে ভাঁজ পড়েছে। তাহলে কয়েকটি টিপস মেনে নিয়ে বাকি মাসে খরচ করুন।
-
যাদের সঙ্গে বেরোনো মানেই দামি রেস্তোরাঁয় খাওয়া বা ক্লাবে গিয়ে পার্টি করা, এই সময়ে তাদের সঙ্গে বেরোবেন না।
-
মাসের প্রথমেই যাবতীয় প্রয়োজনীয় জিনিসের বিল মিটিয়ে দিন। যদি প্রথম সপ্তাহেই পার্টি করে বেশি খরচ করে ফেলেন, বেঁচে থাকা টাকা দিয়ে আগেই বিল মেটান।
-
প্রথম সপ্তাহে বেশি খরচ হয়ে গেলেই অবশ্যই পিগি ব্যাঙ্কে বা লক্ষ্মী ভাণ্ডারে টাকা জমান।
-
টাকা বাঁচাতে বাইরে খাওয়া দাওয়ার অভ্যেস থাকলেও এই কদিন বাড়িতে রান্না করা খাবারই খান।
-
দোকানে গিয়ে কেবল প্রয়োজনের জিনিস কিনুন। অপ্রয়োজনীয় জিনিস কিনবেন না।
-
ট্যাক্সি, সিএনজি বা উবার ছেড়ে এই কটা দিন পাবলিক পরিবহনে চলাফেরা করুন।
-
পরবর্তী সময়ে যাতে এমন পরিস্থিতিতে না পড়তে হয়, তাই বিনিয়োগ করা শুরু করুন।
-
কত খরচ হয়েছে এবং কত খরচ হবে সমস্ত হিসেব নিয়মিত ডায়রিতে লিখে রাখুন। এই কদিন বাজেট করে চলুন।