জেনে নিন কোন চুমুর কী মানে
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০৫ জানুয়ারি ২০১৯
আপডেট: ০৩:৪২ পিএম, ০৫ জানুয়ারি ২০১৯
চুমু হচ্ছে ভালোবাসার অন্যতম বহিঃপ্রকাশ। তাই প্রেমিক-প্রেমিকারা চুমু খেয়ে থাকেন। এবার জেনে নিন কোন স্থানে চুমুর কী মানে।
-
পেটে চুম্বন : হাসি তামাশার ছলে পেটে চুমু খাওয়া হয়।
-
পায়ে চুম্বন : এই চুমুর মানে হচ্ছে-প্রেমের অবকাশে ভালোবাসার আলতো স্পর্শ।
-
ঠোঁটে চুম্বন : ‘আমি তোমাকে ভালোবাসি, তোমাকে চাই উন্মত্তের মত’-এই চুমুর মানে।
-
কাঁধে চুম্বন : এই চুমুর মানে ‘আমি তোমাকে চাই’।
-
গলায় চুম্বন : এতে বোঝা যাবে প্রেমিক প্রেমিকা একে অপরের অন্তঃপ্রাণ।
-
গালে চুম্বন : চিরকালীন বন্ধুত্ব-এই চুমুর মানে।
-
হাতে চুম্বন : ‘ভালোবাসার পুজারি’-এই চুমুর মানে।
-
কানে চুম্বন : রোমান্টিকতার চূড়ান্ত পর্যায়।
-
কপালে চুম্বন : এই চুমুর মানে ‘তুমি সারা জীবনের জন্য আমার’।