রাশিফল অনুযায়ী জেনে নিন জানুয়ারি মাসে আপনার স্বাস্থ্য কেমন থাকবে
এখন ভালোই শীত পড়ছে। এই শীতে অনেকে আনন্দ-ফুর্তি, খাওয়া-দাওয়া আর ঘোরাঘুরিতে সময় কাটাচ্ছেন। কিন্তু তার প্রভাবে স্বাস্থ্যের কতটা ক্ষতি হচ্ছে তা অবশ্যই ভাবতে হবে। রাশি অনুযায়ী, তাই জেনে নেয়া যাক জানুয়ারি মাসটা কেমন থাকবে নানা রাশির মানুষ।
-
মেষ : রক্তচাপ, কিডনির সমস্যা ও ত্বকের সমস্যা থেকে সাবধান। রোজকার খাবারের পাতে টমেটো, বিট ও গুড় থাকলে ভালো হয়।
-
মিথুন : মাসের প্রথমার্ধে খানিক স্ট্রেস থাকলেও পরে তা আস্তে আস্তে কেটে যাবে। কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করবেন না।
-
বৃষ : শারীরিক সমস্যা না হলেও মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। চিন্তা কম করুন। ভালো থাকুন।
-
কর্কট : এই রাশির রুলিং প্লানেট চন্দ্র, যেসব সময়েই অবস্থান পরিবর্তন করে। তার প্রভাবের ফলেই এই রাশির মুড-সুইং হয় ঘন ঘন।
-
সিংহ : পায়ের ব্যথায় কষ্ট পেতে পারেন। খাবার-দাবারে নজর দিন। সময় করে ব্যায়াম করুন, ভালো থাকবেন।
-
কন্যা : পেটের সমস্যায় ভুগতে পারেন। চেষ্টা করুন বেশি করে সালাদ খেতে। অন্যান্য গ্রিন ভেজিটেবলও খান, তবে ভালো করে ধুয়ে।
-
তুলা : স্বাস্থ্য নিয়ে বিশেষ ভাববার নেই। কিন্তু নিজেকে স্ট্রেস-মুক্ত রাখাটা খুবই জরুরি।
-
বৃশ্চিক : জ্যোতিষশাস্ত্র মতে, এবছরের সেরা মাস জানুয়ারিই। স্বাস্থ্যের যত্ন নিতে এক্সারসাইজ ও খাওয়া-দাওয়া ঠিক রাখুন, সারা বছরই সুস্থ থাকবেন।
-
ধনু : গতানুগতিক থাকবে স্বাস্থ্য। একটুতেই অস্থির হয়ে পড়বেন না।
-
কুম্ভ : জানুয়ারি মাস এই রাশির জন্য খুবই ভালো। স্বাস্থ্যকর খাবার খান, তা হলে আর ভাবার কিছুই থাকবে না।
-
মকর : মানসিকভাবে বেশ ক্লান্ত থাকবেন। সমস্যা হতে পারে কান, নাক বা গলায়। সমস্যা হতে পারে ঘুমেরও।
-
মীন : স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। কিন্তু, সামান্য নিয়ম মেনে চললেই তা ভালোর দিকে যাবে।