অফিসের কাজ ভালো না লাগলে যা করবেন
অফিসে একই ধরনের কাজ করতে অনেক সময় অনেকের ভালো লাগে না। এই বলে অনেকে চাকরি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু বর্তমানে চাকরির যা অবস্থা, তাতে হঠাৎ করে তো আর ছেড়ে দেওয়া যায় না! সে ক্ষেত্রে কী করণীয় তা জেনে নিন।
-
মাথা গরম করে চাকরি ছেড়ে দেওয়া একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। একটু সময় দিন নিজেকে।
-
কর্মক্ষেত্রের সমস্যা নিয়ে আলোচনা করুন কাছের লোকের সঙ্গে। কিন্তু তারা কেউই যেন আপনার সহকর্মী না হয়। হতে পারে, এমন আলোচনার সময় কোনো সমাধান বেরিয়ে আসতে পারে।
-
নিজের বিরক্তি কখনোই সহকর্মীদের উপর প্রকাশ করা উচিত নয়।
-
সব সময় কাজ নিয়ে অভিযোগ-অনুযোগ একেবারেই নয়।
-
নিজের কাজটা ভাল লাগছে না বলে কোম্পানি না ছেড়ে, কাজের প্রোফাইল বদলের চেষ্টা করতে পারেন।
-
ভালো লাগছে না বলে কাজ করবেন না- এমনটা যেন কখনো না হয়। এর ফলে অন্যরা সুযোগ পেয়ে যাবে আপনার বিরুদ্ধে কথা বলার।
-
কাজের ফাঁকে সহকর্মীদের সঙ্গে হাল্কা সময় কাটান। এর ফলে ‘ভালো না লাগা’ ব্যাপারটা অনেক সময়েই কমে যায়।
-
আপনার জীবনের লক্ষ্য কী- বর্তমান কাজের ক্ষেত্র কি আপনাকে সেই লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে? সব দিক ভেবে নিয়ে তবেই সিদ্ধান্ত নিন।
-
কর্মজীবনে উন্নতির জন্য সব সময়েই নতুন কাজের সন্ধানে থাকুন। কিন্তু, মনের মতো কাজ পাওয়ার আগে বর্তমানেরটা ছাড়া একেবারেই হঠকারিতা।