যেভাবে বসার ধরন দেখে বোঝা যাবে আপনার ব্যক্তিত্ব
ব্যক্তিত্ববান মানুষকে সবাই পছন্দ করে। এবারের অ্যালবামের মাধ্যমে জানা যাবে কিভাবে ব্যক্তিত্ববান মানুষ চেনা যায়।
-
একেবারে পিঠ সোজা করে বসে যারা-এরা খুবই আত্মবিশ্বাসী এবং দৃঢ় সংকল্প হয় লক্ষ্যের প্রতি। এদের ভরসা করা যায়। এরা উপকারী। নিজের স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন এবং ন্যায়পরায়ণাতে বিশ্বাস করেন।
-
হেলান দিয়ে বসতে যারা পছন্দ করেন-এই বসার ধরণটি আপাতদৃষ্টিতে কুল মনে হলেও এরা বেশ সংবেদনশীল। এরা অন্যের চরিত্র বিশ্লেষণ করতে ভালবাসেন। সাধারণত উদাসীন থাকেন।
-
সামনের দিকে ঝুঁকে বসেন যারা-এরা কমবেশি সব বিষয়েই উৎসাহ রাখেন। নতুন লোকজনের সঙ্গে মিশতে পছন্দ করেন এবং তাদের মন জয় করতে চান।
-
যারা দুই পা এক সঙ্গে করে বসে- এদের এক কথায় ‘পারফেকশানিস্ট’ বলা যায়। বাইরে থেকে দেখে কড়া মনে হলেও, এরা আসলে সচেতন, দয়ালু ও সুবিবেচনাপূর্ণ।
-
পায়ের পাতা ক্রস করে বসেন যারা-এরা নিয়মানুবর্তিতার মধ্যে থাকতে পছন্দ করেন। যে কোনো বিষয় নিয়ে খুঁটিনাটি তথ্য রাখেন।
-
পা ক্রস করে বসেন যারা- এই ভঙ্গিতে যারা বসেন তারা নিজেদেরকে অন্যের কাছে খুব একটা আত্মপ্রকাশ করেন না। এদের দেখে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হলেও, আসলে এরা ভনিতা করেন।
-
বুকের কাছে হাত জড়ো করে রাখা অবস্থায় বসলে বুঝতে হবে, এরা যথেষ্ট বলিষ্ঠ একটি চরিত্র। এরা চুপচাপ এবং গম্ভীর থাকতে ভালবাসেন। নিজেকে এক্সপ্রেস করতে সময় লাগে।