অফিসের রাজনীতিতে জয়ী হবেন যেভাবে
অনেক অফিসেই কাজ নিয়ে কিংবা কাজের বাইরে নানা রকমের রাজনীতি চলে। এবারের অ্যালবামের মাধ্যমে জেনে নিন অফিসের রাজনীতিতে জয়ী হবেন যেভাবে।
-
অফিসে নিজের একটা বিশেষ পরিচয় তৈরি করুন। সেই সঙ্গে অফিসে কারোর পক্ষ নেবেন না।
-
আপনি কী চান! কর্মক্ষেত্রে নিজের উন্নতি, নাকি অন্য কিছু। সেটা মনে রেখেই সব সময় সব কাজ করুন।
-
অফিসে সর্বদা একটা ব্যালেন্স তৈরি করে চলুন। সবার সঙ্গে ভালোভাবে মিশুন। অপ্রয়োজনীয় কোনো কাজে না থাকাই ভালো।
-
অফিসে থাকলে সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য হতেই পারে। কিন্তু কোনো কিছুই ব্যক্তিগত ভাবে কখনোই নেওয়া উচিত নয়।
-
আপনার সহকর্মীরা যেন আপনার সোশ্যাল জীবনের অঙ্গ হয়ে না উঠে। মনে রাখবেন, কোনোদিনই আপনার সহকর্মীরা আপনার বন্ধু হতে পারবে না।
-
কোনো কিছুতে মন্তব্য করার আগে ভেবে নিন। না জানলে সেই বিষয়ে কোনো কথাই বলবেন না।
-
নিজের পরিচয় তৈরি করে সব মহলের সঙ্গে যোগাযোগ রাখুন। প্রয়োজনে তা কাজে লাগাবেন।