যেভাবে বুঝবেন আপনার বয়ফ্রেন্ড মানসিকভাবে অপরিপক্ব
অনেকেই বুঝতে পারেন না তার বয়ফ্রেন্ডের মানসিকতা কেমন। এবারের অ্যালবামের মাধ্যমে জেনে নিন যেভাবে বুঝবেন আপনার বয়ফ্রেন্ড মানসিকভাবে অপরিপক্ব।
-
আপনার বয়ফ্রেন্ড যদি কথা দিয়ে বেশিরভাগ সময়েই ভুলে যায়। এ থেকেই বুঝে নেবেন আপনার বয়ফ্রেন্ড মানসিকভাবে অপরিপক্ক।
-
গভীর কিছু নিয়ে আলোচনা, মূলত কমিটমেন্ট নিয়ে কথা বলতে গেলেই সেখান থেকে পালানোর মতলব আঁটে।
-
দৈনন্দিন কাজের দায়িত্ব দিলে, নিঃসন্দেহে তাতে অসফল হবে সে।
-
সব কিছুতেই নিজের আরাম ও সুবিধা আগে বুঝে নেবে সে।
-
আপনি তার উপর রেগে গেলে, কোনোভাবেই সে বুঝতে পারে না রাগের কারণ।
-
সুযোগ পেলেই অ্যানিমেশন দেখে সে। না হলে, ইউটিউবে কোনো গেম খেলে!
-
ঠিক কী করতে চায় সে- ঘুরতে যাবে, নাকি সিনেমা দেখবে, নাকি অন্য কিছু! কিছুতেই যেন বুঝে উঠতে পারে না।
-
সমস্যায় পড়লেই নিজের বাবা-মায়ের স্মরণাপন্ন হয়। কখনোই নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না।
-
প্রচণ্ড আবেগ প্রবণ। কিন্তু, মুখে বলে সে নাকি স্বতঃস্ফূর্ত। ফলে, প্রায়াই সে এমন সব কীর্তি ঘটায় যা আক্ষরিক অর্থে ‘বোকা বোকা’।