গরমেও ত্বকের নজরকাড়া উজ্জ্বলতা বাড়াতে সহজ ৮ উপায়
এবারের অ্যালবাম সাজানো হয়েছে গরমেও ত্বকের নজরকাড়া উজ্জ্বলতা বাড়াতে সহজ ৮টি উপায় নিয়ে।
-
ত্বকে মরা কোষ জমতে থাকলে, ঔজ্জ্বল্য কমতে থাকে। তাই নিয়মিত স্ক্রাব করুন। স্ক্রাব করলে ত্বকের মরা কোষ চলে যায়।
-
ডাল স্কিনের সমস্যা থেকে দূরে থাকতে সপ্তাহে অন্তত একবার ফেস মাস্ক ব্যবহার করুন। ফেস মাস্কিং ত্বককে গভীরভাবে পরিষ্কার করে।
-
ত্বককে সবসময়ে হাইড্রেটেড রাখুন। তাই রোজ ময়েশ্চরাইজার মাখুন। ত্বক যদি খুব তৈলাক্ত হয়, তাহলে অয়েল-ফ্রি ময়েশ্চরাইজার ব্যবহার করুন।
-
রাতে ঘুমনোর আগে ত্বক পরিষ্কার করে নাইট ক্রিম মাখুন। ঘুম থেকে উঠে দেখতে পাবেন ন্যাচরাল গ্লো আসবে ত্বকে।
-
ভিতর থেকে ত্বকে ঔজ্জ্বল্য না এলে, প্রসাধনীর মাধ্যমে মনের মতো ত্বক পাবেন। এর জন্য ভাল কোনো ফেস হাইলাইটার ব্যবহার করুন। তবে ফেস হাইলাইটার ব্যবহার করুন মুখের গড়ন অনুযায়ী।
-
অয়েলি স্কিনে ব্লাক হেডস ও হোয়াইট হেডস হওয়ার প্রবণতা থাকে। নিয়মিত ব্লাকহেডস পরিষ্কার করলে ত্বকের ছিদ্রগুলি খুলে যায়।
-
চোখের তলায় কালো ছোপ বা আই ব্যাগের সমস্যাও অনেকের হয়। এর ফলে নিয়মিত আই ক্রিম ব্যবহার করুন।
-
মুখের ত্বক উজ্জ্বল, কিন্তু ঠোঁট যদি ফাটা ও কালো হয়, মোটেই দেখতে ভালো লাগবে না। তাই ঠোঁটেরও যত্ন নিন। ঠোঁটেও নিয়মিত স্ক্রাব ব্যবহার করুন। ঘুমানোর আগে লিপ বাম লাগিয়ে নিন।