ক্যারিয়ারে উন্নতি চাইলে ৬টি নিয়ম মেনে চলুন
প্রত্যেকেই তার নিজ নিজ ক্যারিয়ারের উন্নতি চান। ক্যারিয়ারে উন্নতি পেতে ৬টি নিয়ম মেনে চলুন।
-
অফিসে কাজের চাপ তো সব সময়ই থাকবে। তার মধ্যেই আপনাকে সমস্ত কাজ শেষ করতে হবে। ফলে গড়িমসি করা বন্ধ করুন।
-
কাজ করার থেকেও বেশি জরুরি গুছিয়ে কাজ করা। প্রয়োজনে এক দিন আগে থেকেই অফিসের মিটিং, ইভেন্ট-সহ নানা কাজের প্লান করে নিন। এবার সেই প্লানটি নিজেকে ই-মেল করে রেখে দিন।
-
নিজেই নিজেকে চ্যালেঞ্জ করুন। সব সময় নিজের ‘কমফর্ট জোন’-এ আটকে থাকবেন না। নতুন কোনও স্কিল শেখার চেষ্টা করুন। ঠিক কোন কোন কাজে আপনি স্বচ্ছন্দ নন, তা ভেবে দেখুন।
-
নিজের কাজের সম্পর্কে সহকর্মীদের মতামতের গুরুত্ব দিতে শিখুন। গঠনমূলক সমালোচনা হলে তাতে আপনার উপকারই হবে।
-
অফিসের কাজের ফাঁকে ফেসবুকে বন্ধুবান্ধবদের সঙ্গে গল্পগুজব করা বা ইনস্টাগ্রামে ঘোরাফেরা করা বন্ধ করুন। এতে কাজের মনোনিবেশ করতে পারবেন।
-
সহকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা দেখান। এতে আপনার প্রতি তাদের সম্মান বাড়বে বই কমবে না।