ফেসবুকে যে আটটি পোস্ট করলে বিপদে পড়বেন
ফেসবুকে আমরা অনেক কিছুই পোস্ট করে থাকি যার থেকে সমস্যা তৈরি হতে পারে। এবার জেনে নিন কোন ৮টি জিনিস ফেসবুকে পোস্ট করলে বিপদে পড়তে পারেন।
-
আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা অফিসের কোনো গুরুত্বপূর্ণ তথ্য ভুলেও ফেসবুকে পোস্ট করবেন না।
-
মজা করেও আপনার পাসওয়ার্ড নিয়ে কোনওরকম মন্তব্য ফেসবুকে করবেন না।
-
ছবি বা স্টেটাসের সঙ্গে লোকেশন জানানোর হিড়িক ইদানীং ফেসবুকে খুব জনপ্রিয়। কিন্তু সর্বক্ষণ সবাইকে নিজের অবস্থান সম্পর্কে জানাতে থাকলে বিপদে পড়তে পারেন।
-
আপনি কোথায় ঘুরতে যাবেন, তা আগাম জানিয়ে ফেসবুকে পোস্ট করবেন না। যদি কেউ আপনার গতিবিধির উপর নজর রাখে, সে অনায়াসেই এর থেকে আন্দাজ পেয়ে যাবে কয়দিন বাড়ি ফাঁকা থাকবে।
-
এমন কোনো ছবি পোস্ট করবেন না, যা আপনাকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে পারে।
-
ব্যক্তিগত জীবনকে ফেসবুক থেকে যতটা দূরে রাখবেন, ততই ভাল।
-
আপনার চাকরি নিয়ে নিন্দে করে ফেসবুকে পোস্ট দেবেন না। অফিসে যে আপনাকে পছন্দ করে না, সেই পোস্ট তার চোখে পড়ে গেলেই আপনি সমস্যায় পড়বেন।
-
এমন কিছু পোস্ট করবেন না, যা বিতর্কের জন্ম দিতে পারে।