চাকরিতে বেতন বাড়ানোর ১০টি কৌশল
অনেকে বছরের পর বছর চাকরি করে যাচ্ছেন বেতন মোটেই বাড়ছে না। তারা জেনে নিন বেতন বাড়ানোর ১০টি কৌশল।
-
দৈনন্দিন কাজের মাঝে যে বিশেষ বিশেষ কৃতিত্বগুলি থাকে, তা অবশ্যই নথিভুক্ত রাখুন। যাতে পরবর্তীকালে আপনার ঊর্ধ্বতন কোনোভাবেই তা অস্বীকার করতে না পারে।
-
নিজেকে যাচাই করুন। তাতে নিজেই বুঝতে পারবেন অফিসে আপনার অবস্থান কেমন। এবং তার উপর ভিত্তি করে এটাও বুঝতে পারবেন, আপনার বেতন কতোটা বৃদ্ধি পেতে পারে।
-
সারাবছর আপনার পারফরম্যান্স যতই ভাল হোক, অনেক কিছুই নির্ভর করে আপনার বস-এর উপর। তার সঙ্গে আপনার ‘সম্পর্ক’ প্রভাব ফেলতে পারে ইনক্রিমেন্ট-এর উপর।
-
সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্কও প্রভাব ফেলতে পারে ‘অ্যাপ্রাইজাল’-এর উপর। কাজের ক্ষেত্রে আপনি কতোটা তাদের সাহায্য করছেন, বা গাইড করছেন, তা অনেকটাই প্রভাব ফেলে।
-
ভবিষ্যতের জন্য নিজেই নিজের ‘গোল সেট’ করুন। বসের সঙ্গে এ ব্যাপার নিয়ে আলোচনাও করতে পারেন। এর ফলে, কাজ ও অফিসের প্রতি আপনার দায়িত্বও প্রকাশ পাবে।
-
যতটুকু দায়িত্ব শুধুমাত্র ততটুকুই কাজ করে বাড়ি চলে যান! একটু বেশি সময় থেকে, খানিক বাড়তি কাজ করলে অবশ্যই নজরে পড়বেন। সে ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
-
চেষ্টা করুন প্রতিদিনের কাজ বস-কে দিয়ে অ্যাপ্রুভ করাতে। এর ফলে, বসের স্নেহভাজন হওয়ার পাশাপাশি, আপনার কাজেরও উন্নতি হবে।
-
নিজেকে সর্বদা আপডেটেড রাখুন। এর ফলে অন্যদের তুলনায় আপনার ‘অ্যাসেসমেন্ট’ ভাল হওয়ার সম্ভাবনা থাকবে।
-
অন্যদের ভাবনা-চিন্তা থেকে আপনার ভাবনা যেন আলাদা হয়। কোনো সমস্যার সহজ সমাধান দিতে পারলে সহজেই বসের নেক নজরে পড়বেন। ফলে, বেতনের অঙ্কে ফারাক পড়বে অবশ্যই।
-
নিজের কাজ ও অফিসের প্রতি কমিটেড থাকুন। ঠিক সময়ে অফিস পৌঁছান। নিজের কাজের প্রতি ডেডিকেটেড থাকুন। ফল পাবেন অবশ্যই।