বর্ষায় চাই বাহারি ছাতা
ছাতা সারা বছর ব্যবহার হলেও বর্ষাকাল এলে এর কদর বেড়ে যায় বহুগুণে। এ সময়ে ফ্যাশন সচেতন মানুষ ছাতাও ব্যবহার করে থাকেন বাহরি ডিজাইনের। এবারের অ্যালবামে থাকছে ছাতার ছবি।
-
এই ছাতাটির নাম ‘এয়ার আমব্রেলা’। এটি ঝড়ের সময় বেশ কাজে দেয়। এই ছাতা ব্যবহার করলে ধুলো-বালির হাত থেকে বাঁচা যায়।
-
‘বেবি পুসি’ নামের এ ডিজাইনের ছাতা বাচ্চারা ব্যবহার করে। এই ছাতা দেখতে বেড়াল ছানার মতো।
-
‘বিগ রেইনবো’ নামের ছাতাটি রঙধনুর সাতটি রঙে তৈরি। ছাতাটি মেললে মনে হয় এটি নানা রঙে হেসে রয়েছে। ফ্যাশন সচেতন মানুষের কাছে কাছে এটি খুবই প্রিয়।
-
এই ছাতার নাম ‘বল লেয়ার’। এতে দু’টি লেয়ার রয়েছে। ছাতা বন্ধ করলে, একটি লেয়ার ছোট ব্যাগের মতো হয়ে যায়।
-
‘নুব্রেলা’ নামের এই ছাতাটি সাইকেল চালানোর সময় বেশি ব্যবহার করা হয়। সেই সঙ্গে যারা ছবি তোলার কাজ করেন তারাও ব্যবহার করে থাকেন।
-
‘পেঙ্গুইন আমব্রেলা’ নামের ছাতা দেখলে পেঙ্গুইনের মত মনে হয়। তাই এই ছাতার নাম পেঙ্গুইন রাখা হয়েছে।
-
‘ওল্ড ক্লাসিস’ নামের এই ছাতাটি বৃদ্ধরা বেশি পছন্দ করেন। গ্রাম-গঞ্জে এই ছাতা বেশি ব্যবহার হয়।
-
‘টুইন আমব্রেলা’ সাধারণত ছাতার একটাই মাথা থাকে। কিন্তু, এই ছাতার রয়েছে দুইটি মাথা।