ঋতু পরিবর্তনে ত্বক পরিচর্যা
এরই মধ্যে শীত ঋতু বিদয় নিতে শুরু করেছে। ঋতু পরিবর্তন ও ত্বকের ধরনভেদে রূপচর্চার নিয়মনীতি বদলে যায়। ত্বকের সতেজতা ধরে রাখতে প্রয়োজন বিশেষ যতœ। সে বিষয়ে পরামর্শ দিয়েছেন রূপ বিশেষজ্ঞরা।
-
ব্ল্যাকহেডস : নাকের ওপর আর ঠোঁটের নিচের থুতনির ওপরের অংশে ব্ল্যাকহেডসের সমস্যায় কম-বেশি সবাইকেই ভুগতে হয়। এ থকে বাঁচতে চালের গুঁড়া, শসার রস, গাজরের রসের সঙ্গে সামান্য পরিমাণ অলিভ অয়েল মিশিয়ে ২০ মিনিট মুখে লাগিয়ে রাখতে হবে। এরপর মুখ ধুয়ে ফেলতে হবে।
-
মরা চামড়া : ত্বকের ওপর মরা কোষগুলো জমলে ত্বক অনুজ্জ্বল দেখায়। নিয়মিত স্ক্রাবিংয়ের ফলে মরা কোষ ঝরে যায়। মাসে অন্তত দুবার মরা চামড়া তুলে ফেলা উচিত। স্বাভাবিকত্বকেরজন্য কাঠ বাদামের পেস্ট, চালের গুঁড়া, দুধ ও মধু মিশিয়ে লাগাতে হবে।
-
তৈলাক্ত ত্বকের জন্য : চালের গুঁড়া, পাকা পেপের রস, শসার রস এবং যাদের ব্রণের দাগ আছে, তারা মেথির গুড়া সামান্য মিশিয়ে লাগাতে পারেন।
-
সংবেদনশীল ত্বকের জন্য : শুধু চালের গুঁড়ার সঙ্গে টকদই মিশিয়ে মুখে লাগাতে হবে। স্ক্রাবিংয়ের পর মুখ ধুয়ে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এতে ত্বক শুষ্ক হবে না। এ ছাড়াও গ্লিসারিন, গোলাপজল, অলিভ অয়েল একত্রে মিশিয়ে একটি বোতলে রেখে দিন। শীতে নিয়মিত এটি ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করুন।
-
এরই মধ্যে শীত ঋতু বিদয় নিতে শুরু করেছে। ঋতু পরিবর্তন ও ত্বকের ধরনভেদে রূপচর্চার নিয়মনীতি বদলে যায়। ত্বকের সতেজতা ধরে রাখতে প্রয়োজন বিশেষ যতœ। সে বিষয়ে পরামর্শ দিয়েছেন রূপ বিশেষজ্ঞরা।