প্রিয়জনকে মনের কথা জানানোর দিন আজ
ফেব্রুয়ারিকে প্রেমের মাস বলা হয়। ৭ ফেব্রুয়ারি গোলাপ দেওয়া-নেওয়ার দিবস দিয়েই শুরু হয় ভালোবাসার সপ্তাহের। ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে হিসাবে পালিত হয়। এ দিন সবাই তার প্রিয়জনকে বলে দেয় না বলা সব কথা। ছবি: সংগৃহীত
-
যারা তাদের প্রিয়জনকে গোলাপ দেওয়ার সুযোগ হারিয়েছেন তারা আজকের এই প্রপোজ ডে-টি ভালোবাসা জানানোর কাজে ব্যবহার করতে পারেন।
-
ঐতিহাসিক ভাবে এ দিনে প্রেমের প্রস্তাব দেওয়া নিয়ে কোনো প্রথার নির্ভরযোগ্য ঐতিহাসিক ব্যাখ্যা পাওয়া যায় নি, তবে ভ্যালেন্টাইন সপ্তাহে প্রেমের প্রস্তাব দেওয়ার বিষয়টি অবশ্যই একটু বেশি রোমান্টিক।
-
তাই গোটা বিশ্ব জুড়ে পালিত হয় প্রেম নিবেদনের এ দিবস।
-
বিশেষ এই দিনে বিতর্ক ভুলে মনের কথাটি বলেই ফেলুন মনের মানুষটিকে। কে জানে তিনি হয়তো আপনার প্রস্তাবের অপেক্ষাতেই বসে রয়েছেন।
-
বসন্তে যখন গোটা প্রকৃতি ভেসে যাচ্ছে ভালবাসার রঙে তখন আপনিও ভেসে যান প্রকৃতির সঙ্গে। আপনার দিনটি পরিপূর্ণ হোক প্রেমে।