প্রিয়জনকে গোলাপ দেওয়ার দিন আজ
ভালোবাসার সপ্তাহ শুরু হয়ে গেল। আজ ৭ ফেব্রুয়ারি রোজ ডে। ভ্যালেন্টাইন উইকের প্রথম দিন। রোজ ডে মানেই প্রিয়জনকে অনেক গোলাপ উপহার দেওয়া। ছবি: সংগৃহীত
-
ফুল ভালোবাসার প্রতীক। ভালবাসার প্রতিটি ধাপেই গোলাপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, সে বন্ধুত্বই হোক আর প্রেমই হোক!
-
তবে জানেন কি? ভিন্ন রঙের গোলাপ ভিন্ন অর্থ প্রকাশ করে। যেমন- লাল গোলাপ প্রেমের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
-
সাদা গোলাপের মধ্যে স্নিগ্ধ ভাব রয়েছে। বিশুদ্ধতা ও পবিত্রতার ক্ষেত্রে সাদা গোলাপ দেওয়া হয়ে থাকে। যার অর্থ সত্য এবং পবিত্র। সাদা ফুল নতুন কিছু শুরু করার কথা বোঝাতেও ব্যবহার করা হয়।
-
গোলাপি রঙের গোলাপও বেশ জনপ্রিয়। কারও প্রশংসার স্মারক হিসেবে আপনি এই রঙের গোলাপ উপহার দিতে পারেন।
-
হলুদ রঙের গোলাপ বেশ দামি হয়ে থাকে। সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এই রঙের গোলাপ। বন্ধুত্বের বন্ধন আরও মজবুত করতে আজকের দিনে বন্ধুকে দিন হলুদ গোলাপ।