হেমন্তে চাই যেমন পোশাক
শীতের পূর্বাভাস নিয়ে আগমন ঘটে হেমন্তের। কার্তিক এবং অগ্রহায়ণ মাসের সমন্বয়ে আসে হেমন্ত। এই ঋতু যেন নানা বৈচিত্র্য নিয়ে আসে আমাদের মাঝে।
-
নানা বৈচিত্র্যের সাথে সাথে আসে শুষ্ক বাতাস। আর এই শুষ্ক বাতাস ত্বক থেকে টেনে নেয় আর্দ্রতা, ত্বক হয়ে পড়ে মলিন। তাই এই সময়ে মেকাপ এবং পোশাকে হতে হয় সচেতন। ছবি: সংগৃহীত
-
হেমন্তের এই সময়ে রাতের একটি নির্দিষ্ট সময় আর সকালের দিকে হিমেল হাওয়া ছুঁয়ে যায়। তাছাড়া বাকি সময়টা ঠান্ডা গরমের দেখা মেলে। তাই এই সময়ে ফুলস্লিভ পোশাক বেশ আরামদায়ক। ছবি: সংগৃহীত
-
জর্জেট, সিল্ক, নেট কাপড়ের লং কামিজ, স্কার্ট এই সময়ে বেশ আরামদায়ক। তাছাড়া টি শার্ট কিংবা টপসের সাথে জেগিংস খুব আরামদায়ক এই সময়ে। ছবি: সংগৃহীত
-
ছেলেদের কাছে এই সময়ের অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়ায় ফুলস্লিভ টি-শার্ট কিংবা পলো টি-শার্ট। ক্যাজুয়াল লুকের টি-শার্টের সঙ্গে জিন্স বা সুতি প্যান্ট এসময় আরামদায়ক। ছবি: সংগৃহীত
-
শাড়ির ক্ষেত্রে হেমন্তে বেছে নিতে পারেন সিল্ক শাড়ি। সিল্ক শিফন, টাঙ্গাইল সিল্ক, সাউথ ইন্ডিয়ান সিল্কসহ ইত্যাদি। খাদির শাড়িও পরতে পারেন। সেই ক্ষেত্রে উজ্জ্বল রং আপনাকে মানাবে। ছবি: সংগৃহীত