কফি দিয়ে যেভাবে রূপচর্চা করবেন
বিশ্বজুড়ে অনেকেরই প্রিয় পানীয় কফি। এটি শুধু একটি পানীয় নয়, কফি দিয়ে রূপচর্চা করাও হয়। এবার জেনে নিন কফি দিয়ে যেভাবে রূপচর্চা করবেন।
-
প্রিয় পানীয়র পাশাপাশি কফির আরও উপকারিতা বা কার্যকারিতা আছে। বিশেষ করে রূপচর্চায় এর ভূমিকা অনবদ্য। এর অ্যান্টি অক্সিড্যান্ট ত্বকের যত্নে কফিকে অতুলনীয় করে তুলেছে। ছবি: সংগৃহীত
-
কফির ক্যাফেইন ও ব্লিচিং উপাদান চোখের তলায় কালি দূর করে। ডার্ক সার্কল দূর করতে ১ চামচ কফিগুঁড়ো, ১ চামচ মধু, কয়েক ফোঁটা ভিটামিন ই তেল নিয়ে মিশ্রণ তৈরি করুন এই মিশ্রণ চোখের চারপাশে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ধর ধুয়ে ফেলুন। ছবি: সংগৃহীত
-
কফিতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেম্যাটরি বৈশিষ্ট্য। তাই ব্রণ ও অ্যাকনের সমস্যা দূর করে। ২ চামচ চিনি, ৩ চামচ নারকেল তেল ও ৩ চামচ কফিগুঁড়ো মিশিয়ে স্ক্রাবার তৈরি করুন। চোখ বাদ দিয়ে বাকি অংশে ওই মিশ্রণ লাগিয়ে স্ক্রাবিং করুন। দশ মিনিট মালিশের পর পানিতে ধুয়ে ফেলুন। ছবি: সংগৃহীত
-
ত্বকের উপর জরা বা বয়সের ছাপ পড়া রোধ করে কফি। কফিগুঁড়ো, কোকোয়া পাউডার ও দুধ মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। দুফোঁটা করে মধু ও লেবুর রস মিশিয়ে নিন তাতে। এই মাস্ক মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিটের জন্য। তারপর পানিতে ধুয়ে ফেলুন। ছবি: সংগৃহীত
-
ক্যাফেইনের জন্য সেলুলাইট রিডাকশন কমায় কফি। তাই রূপচর্চার রুটিনে অবশ্যই রাখুন কফি। ছবি: সংগৃহীত