ভিন্নতা আসুক মেহেদির নকশায়
প্রকাশিত: ০১:০০ পিএম, ০২ মে ২০২২
আপডেট: ০১:০০ পিএম, ০২ মে ২০২২
বছর ঘুরে আবারও এসেছে খুশির ঈদ। ঈদে নিজেকে রাঙিয়ে তোলার অন্যতম অনুষঙ্গ হচ্ছে মেহেদি। তাই কিভাবে মেহেদির সাজে ভিন্নতা আনবেন তা দেখে নিন।
-
রমজান মাস হলেই মেহেদিপ্রিয় মানুষ অপেক্ষায় থাকে ঈদে বাহারি নকশা করার জন্য। ছবি: সংগৃহীত
-
হাতে আঁকুন এমন নকশা। ছবি: সংগৃহীত
-
এমন বাহারি আলপনায় চোখজুড়িয়ে যাবে। ছবি: সংগৃহীত
-
পায়ে এঁকে নিন নজরকাড়া আলপনা। ছবি: সংগৃহীত
-
মেহেদিতে রাঙা হাত। ছবি: সংগৃহীত
-
নিখুঁত আলপনা আঁকা চলছে। ছবি: সংগৃহীত
-
মন ছুঁয়ে যাবে এমন বাহারি নকশায়। ছবি: সংগৃহীত
-
দক্ষ হাতে চলছে আলপনা আঁকা। ছবি: সংগৃহীত
-
বাড়িতে সহজেই এই নকশা করা যাবে। ছবি: সংগৃহীত
-
আলপনা নয় যেন অপার মুগ্ধতার ছোঁয়া। ছবি: সংগৃহীত