বৈশাখী উৎসবে সাজুন শাড়িতে
বছর ঘুরে আবারও আসছে পহেলা বৈশাখ। বৈশাখী উৎসবে শাড়ি পরে মেতে ওঠেন নারীরা। তবে এমন শাড়ি বাছাই করতে হবে যাতে গরমের হাত থেকে রক্ষা পাওয়া যায়।
-
বেছে নিতে হবে প্যাস্টেল রঙ: গরম এলে শাড়ির রঙ নিয়ে একটু সচেতন হতে হবে। এই সময় বেছে নিতে হবে প্যাস্টেল রঙা বা সরবেট রঙা শাড়ি। এই জাতীয় রঙের শেডে একটা নরম স্নিগ্ধ ভাব থাকে যা গরমকালে দিব্যি মানিয়ে যায়। হালকা রঙের শাড়ির সঙ্গে একটু ডার্ক রঙের ব্লাউজ পরলে খুব ভালো লাগবে। ছবি: সংগৃহীত
-
ফ্লোরাল প্রিন্ট: ফ্লোরাল প্রিন্টের শিফন বা ক্রেপ গরম এবং নববর্ষ দুটোর জন্যই আদর্শ। তাছাড়া এই দুই রকমের শাড়িই এত স্টাইলিশ হয় যে সবাইকেই দিব্যি মানিয়ে যায়। ফ্লোরাল বা ফুলের প্রিন্ট কখনোই ফ্যাশনের বাইরে যায় না। বরং এই রকম শাড়িতে একটা ঝলমলে পজিটিভ ব্যাপার থাকে যা নববর্ষের শুরুতে ভালোই লাগে। শিফন ও ক্রেপ শাড়ির সঙ্গে স্লিভলেস বা একটু অন্য ধাঁচের থ্রি কোয়ার্টার ব্লাউজ পরা যায়। ছবি: সংগৃহীত
-
মাটির রঙ: গরমে গ্রাম বাংলায় গিয়ে মাটির বাড়িতে থাকার অভিজ্ঞতা আছে কখনো? মাটির বাড়ি কিন্তু এসিকেও হার মানিয়ে দেয়! আর তাই এই গরমে সুপার কুল থাকতে শাড়ি বেছে নিতে হবে ওই মাটির রঙে। এই শাড়ি পরেও আরাম আর গরমে ঘেমে জল হয়ে যাওয়ার চাপও কম থাকবে। ছবি: সংগৃহীত
-
হলুদ রঙের বৈশাখ: গরমকালের সঙ্গে আর পহেলা বৈশাখের সঙ্গে হলুদ রঙের রয়েছে আত্মিক বন্ধন। এই রঙ হলো উজ্জ্বল আর পজিটিভ। এই রঙ সব মলিনতা দূর করে। তাই যে ধরনের শাড়ি পছন্দ হোক, তা হলুদ রঙের বেছে নেওয়া যায়। সঙ্গে সিকুয়েন দেওয়া ব্লাউজ পরলে আরও ভালোলাগবে। ছবি: সংগৃহীত
-
চমক থাকুক ব্লাউজে: শাড়ি সাদামাটা হোক তাতে ক্ষতি নেই, কিন্তু চমকে দিতে হবে নানা স্টাইলের ব্লাউজ পরে। রেশম বা কাচ বসানো বা মিরর ওয়ার্ক করা ব্লাউজ, বেল স্লিভ এরকম নানা ব্লাউজ দিব্যি লাগবে। ছবি: সংগৃহীত