দাগ পড়া আয়না ঝকঝকে রাখার উপায়
প্রতিদিন আয়নায় মুখ দেখেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আয়নায় বিভিন্ন কারণে দাগ পড়ে কিংবা অপরিষ্কার হয়। বাথ রুমের আয়না খুব দ্রুত অপরিচ্ছন্ন হয়ে যায় ও দাগ পড়ে । এর ফলে অনেক সময় চেহারা দেখা যায় না। কেউ কেউ এই দাগ সহজে তুলতে পারেন না। এবার জেনে নিন যেভাবে সহজ উপায়ে আয়নার দাগ তুলে ঝকঝকে পরিষ্কার করবেন।
-
জামাকাপড়ের পাশাপাশি আয়না পরিষ্কার করতেও ব্লিচিং পাউডারের জুড়ি নেই। এক টুকরো পরিষ্কার শুকনো কাপড় নিন। তাতে কিছুটা ব্লিচিং পাউডার ঢালুন। তারপর ওই কাপড়ের টুকরো দিয়ে আয়না ভালো করে মুছে নিন। এরপর আবার একটা শুকনো কাপড় দিয়ে আয়না ভালো করে মুছে ফেলুন। তবেব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করার সময় পানি ব্যবহার করবেন না। দেখবেন যে কাপড় দিয়ে মুছছেন, সেটাও যেন শুকনো থাকে। ছবি: সংগৃহীত
-
তুলার বলে লাগিয়ে নিন ফেস টনিক। তারপর মুখের আয়নায় বুলিয়ে নিন ওই তুলার খণ্ড। এরপর আবার শুকনো কাপড় দিয়ে মুছে নিন আয়না। ছবি: সংগৃহীত
-
পরিষ্কার কাপড়ে টুথপেস্ট লাগিয়ে নিন। তারপর আয়নার কাচে ভালো করে টুথপেস্টের প্রলেপ বুলিয়ে দিন। কিছুক্ষণ সেই আস্তরণ রেখে দিন। আধঘণ্টা পর ভিজা কাপড় দিয়ে মুছে ফেলুন। তারপর আবার মুছুন শুকনো কাপড়ে। ছবি: সংগৃহীত
-
বাসনের মতো আয়নার কাচ পরিষ্কার করতেও লেবু খুব কার্যকর। একটা পাত্রে বেশ কিছুটা লেবুর রস নিয়ে নিন। তাতে সুতির কাপড় ডুবিয়ে আয়না মুছে ফেলুন। কিছুক্ষণ পর শুকনো কাপড় দিয়ে আবার মুছে নিন। ছবি: সংগৃহীত
-
পানি এবং ক্লোরিনের মিশ্রণ তৈরি করুন। সেই মিশ্রণ আয়নার কাচে মাখিয়ে রাখুন। প্রায় ৪৫ মিনিট সময় লাগবে প্রলেপ শুকিয়ে যেতে। তারপর আবার পানি এবং শুকনো কাপড় দিয়ে মুছে নিন। ছবি: সংগৃহীত
-
গরম পানিতে মিশিয়ে নিন ভিনেগার। মেশাতে হবে ২:১ অনুপাতে। পরিষ্কার কাপড়ে সেই মিশ্রণ লাগিয়ে আয়না মুছে নিন। দেখবেন নিমিষেই ঝকঝক করছে। ছবি: সংগৃহীত
-
পুরনো খবরের কাগজ পানিতে ভিজিয়ে তা দিয়েও আয়না মুছে নিতে পারেন। এইভাবে আয়নার পাশাপাশি কাচের অন্য জিনিসও পরিষ্কার করতে পারেন। কাচের সেন্টার টেবল, ডাইনিং টেবল বা দরজা, জানালাও পরিষ্কার করে নিতে পারেন। ছবি: সংগৃহীত