ছবির মানুষ রোথী
আলোকচিত্রী রোথী মোস্তফাকে নিয়ে এই অ্যালবাম।
-
বর্তমান সময়ে মিডিয়াতে নারী সাংবাদিকের সংখ্যা বাড়ছে। পাশাপাশি এই পেশায় আসছেন নারী আলোকচিত্রী। এমনই একজন সময়ের আলোকচিত্রী, ফ্যাশন ও ওয়েডিং ফটোগ্রাফির জগতে পরিচিত একটি নাম-রোথী মোস্তফা।
-
রোথী শৈশব থেকেই আলোকচিত্রী হওয়ার স্বপ্ন দেখতেন। লেখাপড়ার পাশাপাশি ছবি তোলার প্রতি প্রচণ্ড ঝোঁক ছিল তার। সেই স্বপ্ন থেকে আজ রোথী মোস্তফা নিজেকে আলোকচিত্রী হিসেবে তৈরি করেছেন একটু একটু করে।
-
রোথী মোস্তফা শুরুতে শখের বশে হলেও একটা সময় কাজের ক্ষেত্র হয়ে দাঁড়ায় মিডিয়া। তার প্রতিটি কাজে থাকে নান্দনিকতা। টিভি, চলচ্চিত্র, সঙ্গীত শিল্পীসহ বহু তারকার তোলা তার ছবি বিভিন্ন দৈনিক পত্রিকায়, ম্যাগাজিনে ছাপা হয়েছে।
-
ফটোগ্রাফি প্রসঙ্গে রোথী মোস্তফা বলেন, ‘শখের বশেই ছবি তুলতাম। ছবি তোলার প্রতি এক ধরনের ভালোবাসা ছিল। সেই ভালোবাসা থেকেই এতদূর পথচলা।’
-
রোথী মোস্তফার মতে, ‘আমাদের দেশে অ্যাডভারটাইজমেন্ট ও পোর্ট্রেট ফটোগ্রাফির চেয়ে ওয়েডিং ও ফ্যাশন ফটোগ্রাফি অনেক এগিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ফটোগ্রাফির ক্ষেত্রগুলোও বাড়ছে।’
-
রোথী মোস্তফার কাছে এই পেশার মূল আকর্ষণ হলো ‘সৃষ্টির আনন্দ ও স্বাধীনতা। কাজ করতে গিয়ে অনেক অভিজ্ঞতা হয়েছে তার।’
-
রোথী স্বপ্ন দেখেন-ভবিষ্যতে একটা ইনস্টিটিউট করবেন। যেখানে ফ্যাশন ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা হবে। সুযোগ থাকবে কাজ শেখার।