এপ্রিল ফুলডেতে প্রিয়জনদের বোকা বানানোর ১০টি মজার কৌশল
অনেকেই এপ্রিল ফুলডে পালন করেন। এবারের অ্যালবামে থাকছে এপ্রিল ফুলডেতে প্রিয়জনদের বোকা বানানোর ১০টি মজার কৌশল।
-
বাড়িতে রং থাকলে স্ত্রীর শ্যাম্পুতে মিশিয়ে রাখুন। গোসলের সময়ে অবশ্যই বাড়িতে থাকবেন।
-
ক্রিম বিস্কিট কিনে ক্রিমটা খেয়ে ফেলুন। এবার টুথপেস্ট দিয়ে ফের আগের মতো বানিয়ে ফেলুন। বন্ধুদের দিন উদাস মুখে।
-
ভোর থাকতে ঘুম থেকে উঠে স্ত্রীর ঘুম না-ভাঙিয়ে (কাজটা কঠিন) ঘরটা খেলনা আর বেলুনে সাজিয়ে রেখে বাজার চলে যান।
-
বাজারে নানা রকম খেলনা পোকা কিনতে পাওয়া যায়। একেবারে আসলের মতো দেখতে। স্ত্রীর ড্রেসিং টেবিলে ফেলে রাখুন।
-
বান্ধবীর মোবাইল ফোনটা নিয়ে ল্যাঙ্গোয়েজ সেটিং বদলে ফার্সি বা হিন্দি করে দিন।
-
একটু ঝুঁকি নিতে পারলে অফিসের টয়লেটের ‘পুরুষ’ ও ‘মহিলা’ বোর্ড দু’টো বদলে দিন। ঝুঁকি নিতে না-পারলে দরজার PUSH চাপা দিয়ে PULL ঝুলিয়ে দিন।
-
প্রতিবেশী অফিস থেকে ফেরার আগে তার বাড়ির মূল দরজায় নোটিস ঝুলিয়ে দিন ‘মেন অ্যাট ওয়ার্ক, প্লিজ ইউজ অ্যানাদার ডোর’।
-
‘বাড়ি বিক্রি আছে’ লিখে বন্ধুর ফোন নম্বর দিয়ে স্টেশনের টিকিট কাউন্টারের পাশে সেঁটে দিন। অবশ্যই লিখবেন- ‘ফোন করুন এই রবিবার সকাল ৬টার পরে।’
-
সহকর্মীর কম্পিউটারের ডেস্কটপ থেকে সব আইকন লুকিয়ে রাখুন। তার আগে ডেস্কটপের স্ক্রিন শট নিয়ে সেটাকেই ওয়াল পেপার করে দিন।
-
বন্ধুকে সপরিবারে নিমন্ত্রণ করুন। নিজের বাড়ির দরজায় ‘হ্যাপি এপ্রিল ফুল’ লিখে কোথাও চলে যান।