আপনার অফিসের টেবিলে যেসব দরকারি জিনিসপত্র রাখবেন
এবারের অ্যালবাম সাজানো হয়েছে আপনার অফিসের টেবিলে যেসব দরকারি জিনিসপত্র রাখবেন তার ছবি নিয়ে।
-
পানির বোতল : অফিসের টেবিলে রাখুন জলের বোতল। কাজের ফাঁকে পানি খেতে একদম ভুলবেন না।
-
মুখরোচক খাবার : কাজ করতে করতে খিদে পেলে, হাতের কাছেই রাখুন মুখরোচক কিছু খাবার।
-
প্রিয়জনের ছবি : কাজের ফাঁকে প্রিয়জনের কথা মনে পড়লে, নিজের টেবিলেই রেখে দিন তাদের ছবি।
-
চিরুনি, রুমাল এবং অন্যান্য দরকারি সামগ্রী : হাতের কাছে রাখুন চিরুনি, রুমাল, সাবান কিংবা আপনার প্রয়োজনীয় কিছু দ্রব্য।
-
ফোনের চার্জার এবং হেডফোন : মোবাইল ছাড়া বর্তমান সভ্যতা প্রায় অচল। তাই ফোনের চার্জ ফুরিয়ে গেলে, কারোর কাছে চার্জারের জন্য হা-হুতাশ না করে, নিজের টেবিলেই রেখে দিন চার্জার। শুধু চার্জার নয়, সঙ্গে রাখুন হেডফোনও। অবসরে গান শুনলে মন ভালো হয়ে যাবে।
-
টাকা-পয়সা : নিজের টেবিলের ড্রয়ারে, মাসের শুরুতেই কিছু টাকা জমিয়ে রাখুন। অফিসের কোনো কাজ ছাড়া সেই অর্থ খরচ করবেন না।
-
কাগজ এবং কলম : যতই কম্পিউটার থাকুক, কাগজ-কলমের প্রয়োজন হয় প্রতি পদেই। তাই সবসময় হাতের সামনে রাখুন কাগজ এবং কলম।
-
প্রয়োজনীয় কিছু ওষুধ : কাজ করতে করতে মাথা ব্যথা, বা লাঞ্চে করার পরে পেটের সমস্যা— হাতের সামনে রেখে দিন কিছু চেনা ঔষধি।