পারফিউম কেনার আগে ৭টি জিনিস খেয়াল রাখুন
পারফিউম কম বেশি সবই পছন্দ করে। তাই পারফিউম কেনার আগে এ৭টি জিনিস খেয়াল রাখুন।
-
অ-ডি-টয়লেট (ইডিটি)-এর থেকে অ-ডি-পারফিউম (ইডিপি)-এর গন্ধ বেশি দীর্ঘস্থায়ী।
-
হাতে স্প্রে করে নয়, পারফিউম কেনার আগে স্মেলিং স্ট্রিপেই স্প্রে করে গন্ধ শোঁকাই উচিত। এই পদ্ধতির নাম ‘টপ কোট’।
-
এক জায়গায় দুবার স্প্রে করবেন না। এতে পারফিউমের আসল গন্ধ পাবেন না।
-
বিভিন্ন গন্ধের পারফিউম পর পর স্প্রে করবেন না। এতে গন্ধ বুঝতে সমস্যা হয়।
-
পারফিউমে ব্যবহৃত তরলের পরিমাণ দেখে তার পরেই সেটি কিনবেন। ২০-৪০ শতাংশ ঘনত্বযুক্ত তরলই পারফিউমের জন্য আদর্শ।
-
অনেকে পারফিউমের উপরের লেখা দেখে পারফিউমের ব্যপারে ধারণা তৈরি করে নেন। একশোটির বেশি উপাদান দিয়ে তৈরি হয় পারফিউম, যার প্রত্যেকটির নাম উল্লেখিত থাকে না পারফিউমের বোতলের গায়ে।
-
একই পারফিউমের সুগন্ধ এক একজন মানুষের ক্ষেত্রে এক এক রকম লাগবে। কারণ স্বাভাবিক দেহগন্ধের সঙ্গে বিক্রিয়ায় সেই সুগন্ধি ভিন্ন ভিন্ন গন্ধে প্রতিভাত হবে।