রেশমি চুড়ির রিনিঝিনি
বাহারি পোশাকের সঙ্গে চাই মানানসই বাহারি চুড়ি।
-
মানানসই পোশাকের সঙ্গে নিজেকে সাজাতে চাই রঙ বাহারি রেশমি চুড়ি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এ দৃশ্য ক্যামেরাবন্ধি করেছেন বিপ্লব দিক্ষিৎ।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চারুকলা, দোয়েল চত্বর, শাহবাগ, ইডেনসহ বিভিন্ন কলেজের সামনে, চলার পথে চোখে পড়ে এসব চুড়ির দোকান। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
এসব চুড়ির দোকানের বিক্রেতা অধিকাংশই নারী। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
বিভিন্ন শপিং মলের চেয়ে অনেক কম দামে ফুটপাতের এসব দোকান থেকে চুড়ি কেনা যায়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
প্রচলিত রয়েছে, কাচের চুড়ির জন্য এক সময় ঢাকার খ্যাতি ছিল। অনেক গান ও কবিতায়ও এ কথার বর্ণনা রয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
চুড়ি মানানসই হয়েছে কী না তা পরীক্ষা করে নিতে ব্যস্ত সৌন্দর্য সচেতন এই তরুণী। ছবি : বিপ্লব দিক্ষিৎ।