সীমা গুজরালের ডিজাইন করা পোশাকে সেজেছিলেন মেহজাবীন
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ০৫:০৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিয়ে। নায়িকার বিয়ের সাজপোশাক নিয়েও আগ্রহের কমতি নেই ভক্তদের। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
অভিনেত্রী বিয়েতে যে আইভরি লেহেঙ্গা পরেছেন সেটির নকশা করেছেন ভারতের বহুল প্রশংসিত ডিজাইনার সীমা গুজরাল। শুধু মেহজাবীনের লেহেঙ্গাই নয়, তার ডিজাইন করা পোশাক পরেছেন বলিউড ও দক্ষিণী সিনেমার নায়িকারাও।
-
সীমা গুজরালের ‘প্লেসেস অব ড্রিমস’ আউটলাইনের অটাম/উইন্টার কালেকশন থেকে কাস্টমাইজড করে নেওয়া হয়েছে মেহজাবীনের বিয়ের লেহেঙ্গাটি।
-
অভিনেত্রীর লেহেঙ্গার পুরোটাজুড়ে ছিল এমব্রয়ডারির নিখুঁত কাজ। ব্যবহার করা হয়েছে মুক্তাও।
-
নজরকাড়া লেহেঙ্গাটির সঙ্গে লং ট্রেইল ম্যাচিং ওড়না বেছে নিয়েছেন নায়িকা।
-
বিশেষ করে নজর কেড়েছে অভিনেত্রীর ফুলস্লিভ ব্লাউজের কাটআউট নকশা।