চারুকলায় জয়নুল উৎসব
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০৪:০৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৪
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শুরু হয়েছে তিন দিনের ‘জয়নুল উৎসব ২০২৪’। ছবি: মাহবুব আলম
-
শুক্রবার সকালে চারুকলা প্রাঙ্গণে মেলা ও প্রদর্শনী উদ্বোধন করা হয়। আজ মেলার শেষ দিন।
-
বিভিন্ন স্টলে বাংলা সংস্কৃতির নানা অনুষঙ্গ-শিল্পকর্মের প্রদর্শনী ও বিকিকিনি চলছে।
-
স্টলে পছন্দের পণ্য খুঁজছেন উৎসবে আসা দর্শনার্থীরা।
-
স্টলে বিক্রির জন্য রাখা হয়েছে টেপা পুতুল।
-
নকশি পাখা দেখতে ব্যস্ত ক্রেতা।
-
উৎসব ঘিরে আয়োজিত শিল্পকর্মের প্রদর্শনী ঘুরে দেখছেন অনেকেই।
-
প্রিয়তমার ছবি তুলতে ব্যস্ত স্বামী।
-
মুখে আলপনা আঁকাতে ব্যস্ত তরুণী।
-
অন্যান্য জিনিসের সাথে মেলায় বসেছে শতরঞ্জির স্টলও।