যেভাবে ব্লো ড্রাই করলে চুলের কোনো ক্ষতি হবে না
প্রকাশিত: ০৪:১২ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ০৪:১২ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২
বিভিন্ন কারণে অনেকই ব্লো ড্রাই দিয়ে চুল শুকিয়ে থাকেন। তবে নিয়ম না মেনে এটি ব্যবহারের কারণে চুলের ক্ষতি হয়। এবার জেনে নিন চুলের ক্ষতি না করে ব্লো ড্রাই করবেন যেভাবে।
-
ব্লো ড্রাই করার আগে চুলে ভালো করে কন্ডিশনার লাগিয়ে নিন। এতে ব্লো ড্রাইংয়ের ক্ষতিকর প্রভাব অনেকটাই কমারো যাবে। ছবি: সংগৃহীত
-
ব্লো ড্রাই করার আগে অবশ্যই একটি ‘হেয়ার প্রোটেকশন সেরাম’ ব্যবহার করুন। এতে চুলের উপরের অংশে একটি সুরক্ষা আবরণ তৈরি হয়। ছবি: সংগৃহীত
-
ব্লো ড্রাইয়ের সময় কোল্ড এয়ার সেট করার চেষ্টা করুন। এতে চুলের গঠন সরু হওয়ার প্রবণতা কমবে। ছবি: সংগৃহীত
-
পুরো ভেজা চুল ব্লো ড্রাই করবেন না। কিছুটা ছেড়ে রেখে শুকিয়ে নিন। তারপর ব্লো ড্রাই করুন। এতে ব্লো ড্রাইয়ে কম সময় লাগবে, চুলেরও কম ক্ষতি হবে। ছবি: সংগৃহীত