ট্যাটু করার আগে ও পরে যা করবেন
সময়ের পরিক্রমায় মানুষের রুচি বদলায়। জীবনযাপনে আসে বিভিন্ন পরিবর্তন। তেমনি ট্যাটু মানুষের নতুন রুচির বহিপ্রকাশ। এখন অনেকেই শরীরে বিভিন্ন ধরনের ট্যাটু অঙ্কন করছেন। জেনে নিন শরীরে ট্যাটু করার আগে ও পরে যা করবেন।
-
নিজের পছন্দ মতো নকশা বেছে নিলেও ট্যাটু করার আগে এবং পরে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। ত্বকের সূচ ফুটিয়ে অঙ্কন করা কোনো সহজ কাজ তো নয়। উলকি শুধুমাত্র একটি সূচক হিসেবে নয়, অনেক সময় এর মাধ্যমে ব্যক্তিত্বের প্রকাশও পাওয়া যায়। ছবি: সংগৃহীত
-
ট্যাটু করার আগের রাতে কখনোই ক্যাফেইন অথবা অ্যালকোহল খাওয়া চলবে না। কারণ এই ধরনের পানীয় সেবন করলে তা রক্ত পাতলা করে ট্যাটু করার সময় রক্তপাতের ঝুঁকি বাড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
-
অন্তত এক সপ্তাহ অনেক পানি খেতে হবে। সারাদিনে অন্তত দুই লিটার পানি খাওয়া উচিত। পরিমিত পানি খেলে তা আমাদের ত্বককে মসৃণ এবং স্বাস্থকর রাখতে সাহায্য করবে। ছবি: সংগৃহীত
-
অবশেষে ট্যাটু করার সময়ে, ট্যাটু শিল্পী যেন নতুন সূচ ব্যবহার করে সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ পুরোনো সূচ ব্যবহার করলে শরীরের ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। ছবি: সংগৃহীত
-
ট্যাটুর মাধ্যমে ত্বকের রোগ সহজে ছড়িয়ে পড়ে। তাই সংক্রমণ ঠেকাতে ব্যান্ডেজ দিয়ে মুড়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত
-
ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখার কয়েক ঘণ্টা পর ট্যাটু পরিষ্কার করার আগে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। ট্যাটু গরম পানি দিয়ে ধুয়ে এবং নরম তোয়ালে দিয়ে মুছে নিতে হবে। তবে এটি জোরে জোরে কখনোই নির্দিষ্ট জায়গায় ঘষা যাবে না। ছবি: সংগৃহীত
-
ট্যাটু করার পরে লোশন, ক্রিম অথবা পেট্রোলিয়াম জেলি লাগাতে হবে। অন্তত দুই সপ্তাহ ময়েশ্চারাইজার লাগাতে ভুললে চলবে না। ছবি: সংগৃহীত
-
সময়ের সঙ্গে ট্যাটুর রঙ পরিবর্তন এবং হালকা হয়ে যাওয়া খুবই সাধারণ ঘটনা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিপজ্জনক রাসায়নিক পদার্থ এবং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ট্যাটুকে দূরে রাখা। তাই বাইরে যাওয়ার আগে ট্যাটুতে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে সানস্ক্রিন লাগাতে হবে। ছবি: সংগৃহীত
-
ট্যাটু ভিজে গেলে চিন্তিত হওয়ার কিছু নেই। তবে ট্যাটু করার পরে অন্তত তিন সপ্তাহ গরম পনিতে গোসল কিংবা সাঁতার কাটা উচিত নয়। ছবি: সংগৃহীত