শরীর পরিচর্যা ও রূপচর্চার জন্য চকলেট
প্রকাশিত: ০১:৪০ পিএম, ১০ মার্চ ২০১৯
আপডেট: ০১:২২ পিএম, ২৯ মার্চ ২০২১
বিশ্বব্যাপী চকলেট একটি জনপ্রিয় খাবার। এখন শুধু চকলেট খাওয়া নয় শরীর পরিচর্যা ও রূপচর্চার জন্যও ব্যবহার করা হয়। এবার দেখুন ভারতীয় সুন্দরী বিন্দুর চকলেট দিয়ে রূপচর্চা ও দেহ পরিচর্চার জন্য যেভাবে চকলেট ব্যবহার করছেন।
-
মাসাজের উপাদান তরল চকলেট। তাই দিয়েই পিঠের পরিচর্যায় মডেল বিন্দু।
-
এই মাসাজে খাঁটি তরল চকোলেট ব্যবহার করা হয়।
-
হালকা গরম অবস্থায় চকলেট গায়ের উপর ঢেলে মাখানো হয়।
-
মাসাজের উপাদান।
-
নির্দিষ্ট ছন্দে এই লেপনের কাজ করতে হয়।
-
‘চকলেট মাসাজ’ ত্বকের জন্য উপকারী তো বটেই, তা ছাড়াও স্ট্রেস দূর করতে বা টেনশন কাটাতেও বিশেষ উপযোগী বলে মনে করা হয়।
-
মাসাজটি হয় কলকাতার একটি স্পা-এ।
-
ভারতের কলকাতায় অনেক বছর ধরেই এই মাসাজ পাওয়া যায়। বিন্দু এই মাসাজটি নিয়মিত ব্যবহার করেন।
-
চকলেট দিয়ে মাসাজ করার পর ফ্রেশ মেজাজে বিন্দু।