ক্রিস্টালে তৈরি বডিস্যুটে টেইলর সুইফট
প্রকাশিত: ০১:৫৫ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ০১:৫৫ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৪
লন্ডনে অনুষ্ঠিত সংগীত সফর ইরাস ট্যুরের কনসার্ট মাতিয়েছেন পপ রাজকন্যা টেইলর সুইফট। সেখানেই সাড়ে ১০ হাজার ক্রিস্টালের পুঁতি দিয়ে তৈরি বডিস্যুট পরেছিলেন টেইলর।
-
তার নতুন বডিস্যুটে আটকে ছিল সবার নজর। ছবি: ইনস্টাগ্রাম
-
টেইলর ইরাস ট্যুর কনসার্টের বিভিন্ন অংশ সাজিয়েছেন তার প্রতিটি অ্যালবামের সঙ্গে মিল রেখে। ওই অ্যাক্টে গান গাওয়ার সময় তিনি পোশাকও পরেছিলেন অ্যালবামের থিমে। ছবি: ইনস্টাগ্রাম
-
টেইলরের বডিস্যুটটি বানিয়েছেন স্বনামধন্য লেবানিজ ডিজাইনার জুহাইর মুরাদ। জুহাইর তার ইচ্ছামতো এমবেলিশমেন্ট দিয়ে সাজিয়েছেন টেইলরের নতুন বডিস্যুটটি।
-
বডিস্যুটটি তৈরিতে জুহাইর ব্যবহার করেছেন অন্তত সাড়ে ১০ হাজার ক্রিস্টালের পুঁতি। আর সময় লেগেছে ১২০ ঘণ্টা।