বউভাতে কেমন ছিল আম্বানি বাড়ির নারীদের সাজ?
অনন্ত-রাধিকার বিয়ের অন্য সব অনুষ্ঠানের মতো বউভাতেও বিশেষভাবে সেজেছিলেন আম্বানি বাড়ির সব নারীরা। তাদের সবার সাজেই ছিল আভিজাত্যের ছোঁয়া।
-
বউভাত অনুষ্ঠানে নীতা আম্বানি পড়েছিলেন ফ্যাশন ডিজাইনার জুটি আবু জানি–সন্দ্বীপ খোসলার ডিজাইন করা শাড়ি। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
নীতা আম্বানির শাড়িটি নকশা করা হয়েছে কাশীর মন্দিরের স্থাপত্য–নকশা থেকে অনুপ্রাণিত হয়ে। আর তার ব্লাউজের পেছনের অংশে লেখা ছিল পরিবারের সদস্যদের নাম। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
শাড়ির সঙ্গে নীতা আম্বানি পড়েছেন পান্নার গয়না। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
ফ্যাশন ডিজাইনার জুটি আবু জানি–সন্দ্বীপ খোসলার ডিজাইন করা শাড়ি পড়েছিলেন আম্বানির একমাত্র মেয়ে ঈশা আম্বানি। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
ঈশা গলায় পড়েছিলেন স্টেটমেন্ট নেকলেস। সব মিলিয়ে দারুণ লাগছিল তাকে। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
ঈশা গলায় পড়েছিলেন স্টেটমেন্ট নেকলেস। সব মিলিয়ে দারুণ লাগছিল তাকে। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
ভারতের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মনিশ মালহোত্রার নকশা করা জমকালো লেহেঙ্গা পড়েছিলেন আম্বানিবাড়ির বড় বউ শ্লোকা মেহতা। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
শ্লোকা মেহতার হাতে, কানে, গলায়ও মাথায় ছিল হীরা আর মুক্তাখচিত গয়না। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
নিজের বউভাত অনুষ্ঠানে পশ্চিমা আর ভারতীয় সংস্কৃতির সম্মিলন পোশাক পড়েছিলেন আম্বানি পরিবারের নববধূ রাধিকা মার্চেন্ট। ছবি: ইনস্টাগ্রাম থেকে